সিডনি: ২০২২ বিশ্বকাপে পর্তুগালের ম্য়াচ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে একাদশের বাইরে রেখেই দল সাজিয়েছিলেন তৎকালিন পর্তুগিজ কোচ ফার্নান্দো স্যান্টোস। প্রবল সমালোচনার মধ্যে পড়তে হয়েছিল তাঁকে। সেদিন মাঠে না থাকলেও ক্যামেরা বারবার তাক করছিল তাঁকে। সবার নজর ছিল রোনাল্ডোর দিকেই। সেই ম্য়াচের আগে রোনাল্ডোই অধিনায়ক ছিলেন দলের। তাঁকেই বসিয়ে দেওয়া হয়েছিল। কোথাও যেন সিডনি টেস্টে বারবার রোহিত শর্মা ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গল্পটা মিলে যাচ্ছে। ভারত অধিনায়ক রোহিত। কিন্তু চূড়ান্ত অফফর্মের জন্য তাঁকেই সিডনি টেস্টে একাদশের বাইরে রাখা হয়েছে। গিল ঢুকেছেন দলে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছে রোহিত কি তবে পুরোপুরি অবসরে চলে যাচ্ছেন? যদিও হিটম্য়ানের সমর্থকরা কিছুটা স্বস্তি পেতে পারেন, কারণ রোহিত নিজেই জানিয়ে দিয়েছেন যে অবসর নিয়ে ভাবনা চিন্তা কিছুই নেই তাঁর মধ্যে এখন।
শনিবার দ্বিতীয় দিনের খেলার সময় লাঞ্চের বিরতিতে ইরফান পাঠান ও যতীন সপ্রুর সঙ্গে অনফিল্ড সাক্ষাৎকারে স্টার স্পোর্টসকে রোহিত বলেন, ”দলের ব্যাটিং লাইন আপ সেভাবে ফর্মে নেই। আমি নিজে ভাল খেলতে পারছি না। অনেকবার চেষ্টা করলাম। কিন্তু কিছুতেই রান আসছে না। পুরোপুরি অফফর্মে আমি। তাই সিডনিতে গুরুত্বপূর্ণ ম্য়াচের আগে নিজেকে সরিয়ে নিতে চেয়েছিলাম। ব্যাস এটুকুই। আমি চাইনি এমন ফর্ম নিয়ে একাদশে থাকতে। দল সবার আগে। দলের স্বার্থের কথা ভেবেই এই সিদ্ধান্ত। দু বাচ্চার বাবা আমি। পাগলের মত সিদ্ধান্ত নেব কেন?” এরপরই অবসর প্রসঙ্গে হিটম্য়ান বলেন, ”অবসর সংক্রান্ত কোনও ভাবনা চিন্তাই আমার মধ্য়ে এই মুহূর্তে নেই। প্রচুর ক্রিকেট খেলেছি। অনেক কিছু দেখেছি। প্রতিদিন জীবন বদলে যায়। আমাকে বাস্তববাদী থাকতেই হবে। কমেন্ট্রি বক্সে বসে কেউ কিছু বলে দিচ্ছে। কেই ল্যাপটপ ও পেন নিয়ে বসে আছে। সেখানে কিছু লিখে দিচ্ছে। তাঁরা কেউই সিদ্ধান্ত নিতে পারে না যে আমি কবে অবসর নেব। এটা পুরোটাই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত।”
গোটা সিরিজে রোহিতের ব্যাট চলেনি। অ্য়াডিলেড, ব্রিসবেন ও মেলবোর্ন তিনটি টেস্টেই ব্যর্থ হয়েছেন। এরপরই প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছিল রোহিতের দলে থাকা নিয়ে। এমনকী এমসিজি টেস্টের পর রোহিতের সঙ্গে ড্রেসিংরুমে দলের বাকিদের ও কোচ গৌতম গম্ভীরের দূরত্ব বেড়েছে বলেও শোনা যাচ্ছিল। যদিও আপাতত সবকিছুতেই জল ঢেলে দিলেন হিটম্য়ান।
আরও দেখুন