# Tags
#Blog

Rohit Sharma Creates History: আহমেদাবাদে ইতিহাস ‘রো-সুপারহিট’ শর্মার, ভারতের প্রথম অধিনায়ক হিসেবে করলেন…

Rohit Sharma Creates History: আহমেদাবাদে ইতিহাস ‘রো-সুপারহিট’ শর্মার, ভারতের প্রথম অধিনায়ক হিসেবে করলেন…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) নিখুঁত মহড়া সেরেছে টিম ইন্ডিয়া। ঘরের মাঠে জস বাটলারের ইংল্যান্ডকে, তিন ম্যাচের ওডিআই সিরিজে (IND vs ENG ODI Series 2025) হোয়াইটওয়াশ করেছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত।

নাগপুরে অনুষ্ঠিত প্রথম ওডিআই ৪ উইকেটে জেতে ভারত। এরপর কটকেও ভারত ৪ উইকেটে জিতে নেয়ে সিরিজের দ্বিতীয় ওডিআই, এর সঙ্গেই চলে আসে সিরিজও। গত বুধবার আহমেদাবাদে নিয়মরক্ষার ম্যাচও ভারত হেলায় হারিয়েছে ইংরেজদের। ১৪২ রানে জিতেছে টিম ইন্ডিয়া। রোহিতের নেতৃত্বে বাটলারদের হোয়াইটওয়াশে লেখা হয়েছে ইতিহাস!

আরও পড়ুন: ঋষভকে বাঁচানো ‘দেশনায়ক’ সংকটজনক! গার্লফ্রেন্ডের সঙ্গে বিষপানে ভয়ংকর পরিণতি…
 
রোহিত প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে চারটি ওডিআই সিরিজে চুনকাম করেছেন। ওয়েস্ট ইন্ডিজ (২০২২), শ্রীলঙ্কা (২০২৩), নিউজিল্যান্ডের (২০২৩) পর ইংল্যান্ড (২০২৫)। রোহিতে দেশের প্রথম অধিনায়ক হিসেবে আরও একটি রেকর্ড করেছেন। ওডিআই-তে চারটি ভিন্ন প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করলেন তিনি।

রোহিতের পরে থাকবেন যুগ্ম ভাবে বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি। যাঁদের নেতৃত্বে ভারত তিনটি ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ করেছিল। বিগত ১৪ বছরে ওডিআই-তে সবচেয়ে বেশি হোয়াইটওয়াশ করার রেকর্ড এখন ভারতের দখলে! ইংল্যান্ড সিরিজ ধরে মোট ১২ বার হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ড ১০বার হোয়াইটওয়াশ করে দুয়ে রয়েছে।

৪৮৭ দিন পর ওডিআই সেঞ্চুরি করার পরের ম্যাচেই রোহিতের ফ্লপ শো দেখল প্রধানমন্ত্রীর নামাঙ্কিত স্টেডিয়াম। মার্ক উডের দুরন্ত সুইংয়ে খোঁচা দিয়ে রোহিত ফিরে যান মাত্র ১ রান করে। ফিল সল্টের হাতে তিনি ধরা পড়ে যান। রোহিতের মতোই বিরাটের ফর্মও ছিল রীতিমতো চিন্তার বিষয়। বর্ডার-গাভাসকর ট্রফিতে রানের খরার কারণেই, বিরাট-রোহিতকে রঞ্জি খেলতে পাঠিয়েছিল বিসিসিআই।

আরও পড়ুন: ৯ শহরে ঘুরবে আইপিএল ট্রফি, কলকাতায় আসছে কবে? তারিখের সঙ্গে নোট করুন ভেন্যুও…

অবশেষে রোহিতের পর বিরাট দেখলেন রানের মুখ। তিনে নেমে কোহলি ৫৫ বলে ৫২ রানের ঝকঝকে ইনিংস খেলেন তৃতীয় ওডিআই-তে। দারুণ ছন্দেই ব্যাট করছিলেন তিনি। ৯৪.৫৪-এর স্ট্রাইক রেটে ব্যাট করেছেন বিরাট। ইনিংস সাজিয়ে ছিলেন ৭ চার ও ১ ছক্কায়। মনে করা হচ্ছিল যে বিরাট হয়তো শতরান করে মাঠ ছাড়বেন। কিন্তু ১৮ নম্বর ওভারের শেষ বলে, তিনি উইকেট দিয়ে আসেন আদিল রশিদের বলে সল্টের হাতে। বিরাট-রোহিতের ফর্মে ফেরাও নিঃসন্দেহে স্বস্তি ভারতের কাছে।   

 

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal