NOW READING:
WATCH | Rohit Sharma-Shardul Thakur: ‘রোহিত শুধু লর্ডের সঙ্গে দেখা করতেই মাঠে আসে’! সাক্ষাতেই বললেন ৮০২ উইকেটের মালিক
April 4, 2025

WATCH | Rohit Sharma-Shardul Thakur: ‘রোহিত শুধু লর্ডের সঙ্গে দেখা করতেই মাঠে আসে’! সাক্ষাতেই বললেন ৮০২ উইকেটের মালিক

WATCH | Rohit Sharma-Shardul Thakur: ‘রোহিত শুধু লর্ডের সঙ্গে দেখা করতেই মাঠে আসে’! সাক্ষাতেই বললেন ৮০২ উইকেটের মালিক
Listen to this article


জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএলে (IPL 2025) দেশের ক্রিকেটাররা ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন, ফলে জাতীয় দলের সতীর্থরা কয়েক ঘণ্টার ‘শত্রু’! খেলার আগে-পরে মাঠে সেই ছবি বারবার ধরা পড়ে। একই দেশের দুই ক্রিকেটারদের সাক্ষাত্‍ হলেই তাঁরা হাসি-ঠাট্টায় মাতেন। চলে দেদার ইয়ার্কি।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News 

শুক্রবার লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants, LSG) নিজেদের ঘরের মাঠে খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের ( Mumbai Indians, MI) বিরুদ্ধে। খেলার আগের রাতে, একানা ক্রিকেট স্টেডিয়ামে, অনুশীলনের সময়ে দেখা হয়ে যায় দুই বন্ধুর। তাঁরা ভারতীয় ক্রিকেটের খুবই পরিচিত মুখ। একজন রোহিত শর্মা (Rohit Sharma) ও অপরজন শার্দূল ঠাকুর (Shardul Thakur)। 

রোহিত-শার্দূল শুধু দেশের হয়েই নয়, মুম্বইয়ের হয়েও একসঙ্গে বহু ম্যাচ খেলেছেন রোহিত-শার্দূল, ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে ৮০২ উইকেটের মালিক শার্দূল। তিনি রোহিতকে দেখেই ছুটে আসেন, তার আগে বলেন, ‘রোহিত শুধু একজনের সঙ্গে দেখা করতেই মাঠে আসে, সে লর্ড’! যা শুনে রোহিত হাসতে হাসতে বলেন, ‘কেউ নিজেকেই লর্ড বলছে’! এরপর শার্দূল বলেন, ‘লর্ড না তো কী, তুই তো এই নাম দিয়েছিলিস।’

শুধু শার্দূলই নন, রোহিতকে দেখতে পেয়ে লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থও পিছন থেকে রোহিতকে জড়িয়ে ধরেন। টুর্নামেন্টে এখনও পর্যন্ত এমআই এবং এলএসজি উভয়ই তিনটি খেলার মধ্যে দু’টিতে হেরেছে এবং যথাক্রমে ৬ এবং ৭ নম্বরে রয়েছে। দেখা যাক আজ শেষ হাসি হার্দিক পাণ্ডিয়া না ঋষভ হারেন!

আরও পড়ুন: কেকেআরকে জেতাতে পারেন শুধু তিনিই! শাহরুখ খানের ভিডিয়োতে তুমুল শোরগোল

আরও পড়ুন: ১১-র খেলায় ১২ নম্বরে ব্যাট! তাও আবার রানের বিশ্বরেকর্ড, ইতিহাসে বোলার সুফিয়ান মুকিম

 

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link