জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে (Champions Trophy 2025 Final) রোহিত শর্মার (Rohit Sharma) ভারত দুবাইয়ে মুখোমুখি হয়েছে মিচেল স্যান্টনারের (Mitchell Santner) নিউ জ়িল্যান্ডের! ফাইনালেও টস হারলেন রোহিত! দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করছে কিউয়িরা!
আরও পড়ুন: গিল দিয়েছেন দিল, দেশের তারকা ক্রিকেটার প্রেমে হাবুডুবু খাচ্ছেন! কে এই পরম সুন্দরী?
কয়েন টসে রোহিতের ভাগ্য আর ফিরল না! টানা ১২ বার টস হারলেন ভারত অধিনায়ক। কিংবদন্তি ব্রায়ান লারার পাশে বসলেন রোহিত। ১৯৯৮ থেকে ১৯৯৯ পর্যন্ত লারা টানা টস হেরেছিলেন। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত চারটি টসে হারলেও, প্রতিবার ম্যাচেই জিতেছে। টসের ক্ষেত্রে ভাগ্য রোহিতের সঙ্গ না দিলেও জয়ের ভাগ্য রোহিতেরই…
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
টস হেরে রোহিত বলেছেন, ‘পরে ব্যাট করতে আমার আপত্তি নেই। পিচটা ভালো, খুব একটা বদল হয়নি। আমাদের প্রথমে বল করতে হবে এবং তাদের কীভাবে বেঁধে রাখা যায় সেদিকেই ফোকাস রাখতে হবে। দিনের শেষে, গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনি কত ভালো খেললেন। টস নিয়ে আমরা চিন্তা করতে চাই না। আমরা ভালো ক্রিকেট খেলেছি। আরও একটি গুরুত্বপূর্ণ খেলা। আমাদের দেখতে হবে কী করতে হবে! নিউজিল্যান্ড দুর্দান্ত দল। আরও একটি চ্যালেঞ্জ এবং আমরা দেখব আমরা কতটা ভালো খেলতে পারি।’
আরও পড়ুন: চ্যাম্পিয়ন হলেই জ্যাকপট, বিপুল ধনরাশি পাবেন রোহিতরা, টাকার মোট অঙ্ক জানেন?
এবার খেলার কথায় আসা যাক। প্রতিবেদন লেখার সময়ে পর্যন্ত ২০ ওভার শেষে নিউ জ়িল্যান্ড ৩ উইকেট হারিয়ে ১০২ রান তুলেছে। উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র বিধ্বংসী মেজাজে শুরু করেছিলেন ফাইনালে। ৮ ওভারের ভিতর তাঁরা ৫৭ রান তুলে ফেলেছিলেন।
তবে সেই বরুণ চক্রবর্তী এসেই ইয়ং (২৩ বলে ১৫) ফেরান। ভারতকে প্রথম উইকেট এনে দেন কেকেআর স্পিনার। এরপর রাচিন (২৯ বলে ৩৭) ও কেন উইলায়মসনের (১৪ বলে ১১) উইকেট পরপর তুলে নিয়ে ভারতের মুখে হাসি ফোটান কুলদীপ যাদব। ড্যারেল মিচেল (১৭) ও টম ল্যাথাম (১৩) আছেন ক্রিজে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours