NOW READING:
Rohingya Refugees: কক্সবাজারের উদ্বাস্তু শিবির থেকে মায়ানমারে লড়াইয়ে যাচ্ছে রোহিঙ্গা যুবকরা, ফাঁস জেহাদের ছক!
November 25, 2024

Rohingya Refugees: কক্সবাজারের উদ্বাস্তু শিবির থেকে মায়ানমারে লড়াইয়ে যাচ্ছে রোহিঙ্গা যুবকরা, ফাঁস জেহাদের ছক!

Rohingya Refugees: কক্সবাজারের উদ্বাস্তু শিবির থেকে মায়ানমারে লড়াইয়ে যাচ্ছে রোহিঙ্গা যুবকরা, ফাঁস জেহাদের ছক!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিয়েছে লাল লাখ রোহিঙ্গা উদ্বাস্তু। মায়ানমারে হামলার শিকার হয়ে ২০১৭ সাল থেকে বাংলাদেশে পালিয়ে আসছেন রোহিঙ্গারা। বর্তমানে কক্সবাজারে উদ্বাস্তু শিরিবে আশ্রয় নিয়েছেন  প্রায় ১২ লাখ উদ্বাস্তু। সেখান থেকেই মায়ানমারের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গা যুবকরা। এমনটাই দাবি করেছে সংবাদসংস্থা রয়টার্স।

আরও পড়ুন-১৫-র বদলে ২০ বছর বাসের আয়ু! দুর্ঘটনা রুখতে চেয়ে বড় পদক্ষেপের পথে রাজ্য…

আন্তর্জাতিক ওই সংবাদসংস্থার চারটি সূত্রের উল্লেখ করে দাবি করছে কক্সবাজারে রোহিঙ্গাদের ক্যাম্প থেকে জঙ্গির খাতায় নাম লেখাচ্ছে। যুবকের দাবি, আমাদের জন্মভূমি আমাদের ফেরত নিতে হবে। অন্য কোনও রাস্তা নেই।

জাতিসংঘের দাবি, সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধদের মায়ানমারের সেনা দেশে গণহত্যা চালিয়েছে। তারে জেরেই ২০১৬ সাল থেকে ভিটেমাটি ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে রোহিঙ্গারা। তারাই এখন বিশ্বের সবচেয়ে বড় দেশহীন জনগোষ্ঠী।

রয়টার্স মোট রোহিঙ্গা ক্যাম্পে থাকা মোট ১৮ জনের সঙ্গে কথা বলেছে। তারাই জানিয়েছেন ক্যাম্প থেকে জঙ্গি তৈরি হচ্ছে। পাশাপাশি সংবাদমাধ্যেমের তরফে ৩টি ত্রাণ সংস্থার রিপোর্টেরও উল্লেখ করা হয়েছে। সেখানেও একই অভিযোগ। ওইসব ক্যাম্পে ৩০০০-৫০০০ হাজার জঙ্গি তৈরি হয়েছে বলে দাবি।

রোহিঙ্গাদের দুটি সংগঠন রয়েছে। এটি হল রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন ও আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি। কক্সবাজারের ক্যাম্পের এদের খুব বেশি সমর্থন নেই বলে মনে করছে বিভিন্ন মহল। তবে প্রশিক্ষণপ্রাপ্ত রোহিঙ্গা যুবকরা এখন বাংলাদেশের কাছে বড় দুর্ভাবনার কারণ।   

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link