NOW READING:
রোড ট্যাক্স ফাঁকি মার্সিডিজ-অডি মালিকদেরও! শুধু কলকাতাতেই রোডট্যাক্স বাকি ৮০ কোটি টাকার বেশি
November 26, 2024

রোড ট্যাক্স ফাঁকি মার্সিডিজ-অডি মালিকদেরও! শুধু কলকাতাতেই রোডট্যাক্স বাকি ৮০ কোটি টাকার বেশি

রোড ট্যাক্স ফাঁকি মার্সিডিজ-অডি মালিকদেরও! শুধু কলকাতাতেই রোডট্যাক্স বাকি ৮০ কোটি টাকার বেশি
Listen to this article


কলকাতা : রোড ট্যাক্স বাবদ বাকি প্রায় ৮০ কোটি টাকা ! কলকাতা শহরে দামি গাড়িগুলির করই বাকি রয়ে গিয়েছে এই বিপুল পরিমাণে। এমনটাই দাবি করেছেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সোমবার বিধানসভা পরিবহণ দফতরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান। এই পরিস্থিতিতে করখেলাপিদের কাছ থেকে টাকা আদায়ে তৎপর হয়েছে সরকার। পাঠানো হয়েছে মেসেজ।  আবেদন করা  হচ্ছে যেন তাঁরা সময়ের ট্যাক্স সময়ে দিয়ে দেন। এ বিষয়ে বিশেষ এনফোর্সমেন্ট টিম কাজ করছে বলে জানিয়েছেন মন্ত্রী। স্নেহাশিস জানান,  এনফোর্সমেন্ট টিম রাস্তায় গিয়ে করখেলাপি গাড়িগুলোর মালিকদের থেকে টাকা আদায় করছে।  

মন্ত্রী জানান,  গাড়ির ট্যাক্স থেকে রাজস্ব আসে। তাই যাঁরা গাড়ি চালান তাঁদের নিয়মিত রোড ট্যাক্স দিয়ে দেওয়া দরকার।  কেউ কেউ রোড ট্যাক্ সময় মতোই দিয়ে দেন। তাতে রাজ্য সরকারের রাজস্বের ভাঁড়ার ঠিকঠাক থাকে। রাজস্ব বৃদ্ধি পেলে রাজ্যে উন্নয়নমূলক কাজ করা সম্ভব।  সাধারণ মানুষের স্বার্থেই কর নিয়মিত দেওয়া দরকার। আর যাঁরা কর দিচ্ছেন না, তাঁদের মোবাইলে বার্তা পাঠিয়ে জানানো হচ্ছে।  

পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর দাবি, যে সব গাড়ির কর বাকি, সেগুলি বেশিরভাগই মহার্ঘ্য গাড়ি। মার্সিডিজ , অডির মতো দামি গাড়ির মালিকদের একাংশই কর ফাঁকি দিয়েছেন। অনেকে আবার ব্যস্ততার জন্য কর দিতে ভুলে যান। তাই মেসেজ পাঠিয়ে মনে করানোর উদ্যোগ।  কলকাতার রাস্তায় চলা মহার্ঘ্য গাড়ির ৮০ কোটি টাকার কর বাকি ! মন্ত্রীর আশা বার্তা পেলে বা তাদের ধরা হলে বকেয়া কর পাওয়া যেতে পারে। 

 

আরও পড়ুন : চিন্ময় প্রভুর গ্রেফতারির পর হিন্দুদের প্রতিবাদে উত্তাল ঢাকা, চট্টগ্রাম, সেখানেও ‘আক্রমণ অতর্কিতে’

আরও দেখুন



Source link