জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএলের (IPL 2025), ১১ নম্বর ম্যাচে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস-চেন্নাই সুপার কিংস (Rajasthan Royals vs Chennai Super Kings)। শেষ ওভারের রুদ্ধশ্বাস থ্রিলারে ৬ রানে জিতে যায় রাজস্থান। ভাইরাল হয়েছেন রাজস্থানের অস্থায়ী অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag)! নেটপাড়া চরম অভব্যতার অভিযোগ এনেছে অসমের আইপিএল তারকার বিরুদ্ধে।
আরও পড়ুন: Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
আর খেলার পরে ভরা মাঠে, প্রকাশ্যে রিয়ান যে কাণ্ড ঘটিয়েছেন, তা নিয়ে বিস্তর চর্চা চলছে। অসমের ঘরের নায়ক রিয়ান। তাঁর সঙ্গে সেলফি তোলার আবদার জানিয়ে ছিলেন একঝাঁক তরুণ নিরাপত্তাকর্মী। রিয়ান হাসি মুখে নিজেই ফোনটি ধরে সেলফি নিয়েছিলেন বটে, কিন্তু তার পরের মুহূর্তেই ফোনটি তাচ্ছিল্য করে ছুঁড়ে দেন, যা দেখে নেটপাড়ায় ঝড় উঠেছে রিয়ানকে ঘিরে। অনেকেই তাঁর সহবত নিয়ে প্রশ্ন তুলেছেন।
গতবছর আইপিএল শেষ হতেই খবরে এসেছিলেন রিয়ান। আদিম রিপুর প্রবল তাড়নায় কামের ‘গরম খোঁজ’ নিয়ে খবর হয়েছিল স্টার ক্রিকেটারের! রিয়ানের ইউটিউব সার্চ হিস্ট্রির স্ক্রিনশট ভাইরাল হয়েছিল সেই সময়ে। নেটিজেনরা অবাক হয়ে গিয়েছিলেন এটা দেখে যে, রিয়ান ইউটিউবে নোংরা নজরে নায়িকাদের দেখেছেন। তাঁর সার্চে ছিল দুই বলি সুন্দরী- অনন্যা পাণ্ডে ও সারা আলি খান। ‘Ananya Panday hot’, ‘Sara Ali Khan hot’ সার্চ দিয়েই তিনি ভিডিয়ো খুঁজেছেন। যা দেখে নেটিজেনরা ছিঃ ছিঃ করেছিল। আর এবার আইপিএলের মাঝেই খবরে রিয়ান!
রয়্যালসদের নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসন দলে আছেন ঠিকই, কিন্তু তিনি নেতৃত্ব দিচ্ছেন না। কেরলের নায়ক এই মুহূর্তে আঙুলের চোটে ভুগছেন। সঞ্জুর বদলে আপাতত অস্থায়ী অধিনায়ক হয়েছেন রিয়ান। সঞ্জু এখনও উইকেটকিপিং এবং ফিল্ডিং করার ছাড়পত্র পাননি। তবে স্যামসন কোনও ম্যাচই মিস করবেন না, ফ্র্যাঞ্চাইজি তাঁকে একজন বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেই খেলাবে।
রিয়ানকে অধিনায়কত্ব দেওয়ার সিদ্ধান্ত তাঁর নেতৃত্বের প্রতি ফ্র্যাঞ্চাইজির আস্থাকেই তুলে ধরল। অসমের হয়ে ঘরোয়া ক্রিকেটে অধিনায়ক হিসেবে রিয়ান দক্ষতা দেখিয়েছেন। বছরের পর বছর ধরে রয়্যালসের এক গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে থাকায়, দলের গতিশীলতা সম্পর্কে রিয়ানের বোধগম্যতা বেশি। তাই টুর্নামেন্টের প্রাথমিক পর্যায়ে ভিন্ন ভূমিকায় তিনি পা রেখেছেন! তবে দেশের জার্সিতে রিয়ানের অভিজ্ঞতা মাত্র ১০ ম্যাচের (১টি ওডিআই ও ৯টি টি-২০ আই)। গতবার রিয়ান ১৩ ইনিংসে ৫৬৭ রান করেছেন ৫৬.৭০-এর গড়ে। স্ট্রাইক রেট ছিল ১৫১.৬০। কিন্তু এবার সেরকম ছন্দে দেখাচ্ছে না তাঁকে।
আরও পড়ুন: মাহি আর ম্যাচ উইনার নন! কঠিন বাস্তবের সাপেক্ষে লজ্জার সংখ্যা, ভক্তরা মন শক্ত করুন…
আরও পড়ুন: ‘হলুদ কন্যা’র অঙ্গভঙ্গিতে বর্ষাপাড়ায় আগুন! ভরা গ্যালারিতে দাঁড়িয়ে আঙুল দিয়েই…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)