সন্দীপ সরকার, কলকাতা: প্রথমে দেশের মাটিতে নিউজ়িল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ। তারপর অস্ট্রেলিয়ার কাছে বর্ডার-গাওস্কর ট্রফিতে হার। জোড়া বিপর্যয়ের পর সমালোচনায় দগ্ধ হচ্ছেন রোহিত শর্মা (Rohit Sharma)। এমনকী, তাঁকে ভারতীয় দলের অধিনায়কত্ব থেকে সরানোর দাবিও জোরাল হয়ে পড়েছিল। দেখে কে বলবে যে, মাত্র ৬ মাস আগে এই লোকের হাতেই উঠেছিল বিশ্বকাপ? রোহিতের নেতৃত্বেই ফের টি-২০ ফর্ম্যাটে বিশ্বসেরার শিরোপা ছিনিয়ে নিয়েছিল ভারত!
বিতর্কের আবহে রোহিত পাশে পেয়ে গেলেন এমন একজনকে, যাঁকে অনেকে ভবিষ্যতের ভারত অধিনায়ক হিসাবে চিহ্নিত করছেন। ঋষভ পন্থ (Rishabh Pant)। সোমবার কলকাতায় তাঁর হাতে আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের নেতৃত্ব তুলে দেওয়া হল। সেখানেই এবিপি আনন্দ পন্থকে প্রশ্ন করেছিল, অনেক অধিনায়কের নেতৃত্বে খেলেছেন, নিজে অধিনায়ক হিসাবে কাকে অনুসরণ করেন?
পন্থ বললেন, ‘আমি অনেক অধিনায়কের অধীনে খেলেছি। অনেক সিনিয়রদের সঙ্গেও খেলেছি। আমার উপলব্ধি, একজন ক্রিকেটার শুধু তার অধিনায়কের থেকেই শেখে না, দলের সকলের কাছ থেকেই শেখে। অনেক অভিজ্ঞ সিনিয়র ক্রিকেটার আছে যারা দীর্ঘদিন ধরে খেলছে। খেলাটার বিবর্তন কাছ থেকে দেখেছে। শুধু অধিনায়কই নয়, সব সিনিয়রের কাছ থেকেই শেখা যায়।’
এরপরই পন্থ যোগ করলেন, ‘কোনও একজনের নাম করাটা কঠিন। রোহিত ভাইয়ের কাছ থেকে শেখার দলের ক্রিকেটারদের যত্ন কীভাবে নিতে হয়। আমি যখন কোনও দলকে নেতৃত্ব দিই, একই অনুভূতি হয়। তুমি যদি একজন ক্রিকেটারকে আত্মবিশ্বাস আর উৎসাহ দাও, সে তোমার জন্য, দলের জন্য কী করতে পারে কল্পনা করা যাবে না। আমিও সেই আদর্শ মেনে চলি।’
অধিনায়ক হিসাবে যে রোহিতের মতোই হতে চান, স্পষ্ট করে দিলেন পন্থ। বললেন, ‘আমি ক্রিকেটারদের পাশে থাকতে চাই। তাদের বিশ্বাস জোগাতে চাই। স্পষ্ট কথা বলতে চাই যে, দল তার কাছে কী প্রত্যাশা করছে বা ঠিক কী ভূমিকা ভেবে রেখেছে। সেটাই আমার মন্ত্র। আর সঙ্গে থাকতে হবে হার না মানা মনোভাব। মরার আগে মরব না। শেষ বল পর্যন্ত লড়াই করতে হবে। আমি সেই দিকেই জোর দিতে চাই। পারফরম্যান্সের ভাল-খারাপ আছে। তবে তুমি কতটা লড়াই করলে, সেটাই আসল। তুমি কি মাঠে নেমে তোমার একশো শতাংশ দিচ্ছ? ব্যক্তি হিসাবে সেটাই একমাত্র আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমরা সকলেই ক্লান্ত হই। কিন্তু তারপরেও কত দূর পর্যন্ত টেনে নিয়ে যেতে পারছো, সেটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তুমি কি দলের জন্য বাড়তি ২০-৩০ শতাংশ দিতে প্রস্তুত? এমনকী শরীর যখন সঙ্গ দিচ্ছে না তখনও? আমি দলের ক্রিকেটারদের কাছে সেটাই চাই। দলে সেই সংস্কৃতিই তৈরি করা লক্ষ্য আমার।’
আরও পড়ুন: একে অপরকে বিশ্বাস করতে হবে, ড্রেসিংরুমে অশান্তির আবহে বড় বার্তা ভারতীয় অলরাউন্ডারের!
আরও দেখুন