Rishabh Pant: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেঞ্চেই বসেছেন পন্থ, তবে সেমিফাইনালের আগেই পেলেন বিরাট খবর!‌

Estimated read time 1 min read
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) গত রবিবার, গ্রুপের শেষ ম্যাচে ভারত ছিল অপ্রতিরোধ্য। কম রান করেও ৪৪ রানে নিউ জ়িল্যান্ডকে হারিয়ে গ্রুপ টপার হয়েছেন রোহিত শর্মারা। আগামিকাল, মঙ্গলবার প্রথম সেমিফাইনালে ভারত খেলবে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বাংলাদেশ-পাকিস্তানের পর নিউ জ়িল্যান্ড ম্যাচেও বেঞ্চ গরম করেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। কেএল রাহুলকেই (KL Rahul) জায়গা ছেড়ে দিতে হয়েছে টিম ইন্ডিয়ার তারকা উইকেটকিপার-ব্যাটার। তবে সেমিফাইনালের আগেই ঋষভ পেলেন বিরাট খবর!‌

আরও পড়ুন: ১.৫ কোটির নাইট কেকেআরের নতুন ক্যাপ্টেন, ঝুলিতে ৩৬ হাজার রানের সঙ্গে ৬৮ সেঞ্চুরি!

লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসে মনোনীত হলেন ঋষভ! এটি বার্ষিক পুরষ্কার অনুষ্ঠান, যেখানে ক্রীড়া জগতের তারকাদের পাশাপাশি দলকেও সম্মানিত করা হয়। লরিয়াসের প্রথম অনুষ্ঠান ২০০০ সালের ২৫ মে মন্টে কার্লোতে হয়েছিল, যেখানে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা মূল বক্তৃতা দিয়েছিলেন। ২০২০ থেকে আটটি বিভাগে বার্ষিক পুরষ্কার প্রদান করা হয়। ঋষভ এবার মনোনীত হয়েছেন ‘লরিয়াস ওয়ার্ল্ড কামব্যাক অফ দ্য ইয়ার’ বিভাগে। ২০২২ সালের ৩০ ডিসেম্বর, উত্তরাখণ্ডের রুরকির কাছে ভয়ংকর সড়ক দুর্ঘটনার শিকার হন ঋষভ। বরাত জোরে জ্বলন্ত গাড়ি থেকে প্রাণে বেঁচে ফেরেন তিনি। দীর্ঘ ১৪ মাসের টানা লড়াইয়ে পর ঋষভ ক্রিকেটে ফিরেছেন! যে গল্প সারা বিশ্বকে অনুপ্রেরণা দিয়েছে। 

ঋষভ নিছকই ফেরেননি। ফেরার মতো ফিরেছেন। দেশের হয়ে জিতেছেন টি-২০ বিশ্বকাপও। ২০ মাসেরও বেশি সময় টেস্ট ক্রিকেটে ফিরেই ঋষভ জাত চিনিয়ে ছিলেন। প্রথম ইনিংসেই তিনি চমকপ্রদ সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন। চেন্নাইতে বাংলাদেশের বিরুদ্ধে ১০৯ রান করেছিলেন। কিউয়িদের বিরুদ্ধে ভারতের ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশের সময় তিনি সর্বাধিক রানশিকারি ছিলেন, ছয় ইনিংসে ৪৩.৫০ গড়ে ২৬১ রান করেছিলেন, যার মধ্যে তিনটি হাফ সেঞ্চুরি ছিল।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

ঋষভের সঙ্গে এই বিভাগে মনোনীত হয়েছেন বিশ্বের তাবড় ক্রীড়াবিদরা। ব্রাজিলিয়ান জিমন্যাস্ট রেবেকা আন্দ্রেড, আমেরিকান সাঁতারু কেলেব ড্রেসেল, সুইস স্কি রেসার লারা গুট-বেহরামি, স্প্যানিশ মোটরসাইকেল রেসার মার্ক মারকোয়েজ এবং অস্ট্রেলিয়ান সাঁতারু আরিয়ার্ন টিটমুশাভও রয়েছেন। সচিন তেন্ডুলকরের পর ঋষভ দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এই মনোনয়ন পেয়েছেন। সচিন সেই পুরস্কার জিতেও ছিলেন। লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসে রজার ফেডেরার, টাইগার উডসরা রাজত্ব করেছেন। তবে লিয়োনেল মেসি, নোভাক জকোভিচও পেয়েছেন এই পুরস্কার। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours