জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) টিম লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants), চলতি আইপিএলের (IPL 2025) প্রথম ম্য়াচেই হেরে গিয়েছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে (DC vs LSG, IPL 2025)। অক্ষর প্যাটেলের টিম বিশাখাপত্তনমের ওয়াইএসআর স্টেডিয়ামে ঋষভ পন্থদের ( Rishabh Pant) তিন বল হাতে রেখে এক উইকেটে হারিয়েছে আশুতোষ শর্মা এবং বিপরাজ নিগমের (Ashutosh Sharma And Vipraaj Nigam) জোড়া ফলায়।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
প্রায় জেতা ম্যাচ লখনউ মাঠে রেখে এসেছে। খেলার পর এমন এক ঘটনা ঘটে গিয়েছে, যা নিয়ে নেটপাড়ায় বিস্তর চর্চা চলছে এখনও। কেএল রাহুলের পরিবর্তে এবার লখনউয়ের নেতৃত্ব টি-২০ বিশ্বকাপ জয়ী ঋষভ পন্থের কাঁধে। রাহুল চলে এসেছেন দিল্লিতে। যদিও প্রথম সন্তানের বাবা হওয়ায় রাহুল কিন্তু লখনউয়ের বিরুদ্ধে খেলেননি। হয়তো পরের ম্যাচ থেকে তাঁকে নতুন দলের জার্সিতে দেখা যাবে। এবার আসা যাক মূল ঘটনায়।
হারের পরে এলএসজি মালিক গোয়েঙ্কার সঙ্গে পন্থের কথোপকথনের ছবি ভাইরাল হয়ে যায়। গোয়েঙ্কা-পন্থের অভিব্যক্তি দেখে বোঝাই যাচ্ছিল যে, মোটেই তাঁরা সুখকর আলোচনায় ছিলেন না। গতবছর কেএল রাহুলের সঙ্গে পন্থের আলোচনার পর ঠিক যে রকম ঝড় উঠেছিল নেটপাড়ায়। এবারও ঠিক তেমনই ঘটল। আইপিএল অনুরাগীরা অবিলম্বে সেই ঘটনার সঙ্গে জুড়েছেন এবারের ঘটনাকে। অনেকের মতেই রাহুল-গোয়েঙ্কার সেই ‘বিবাদ’ই ছিল রাহুলের লখনউ ছাড়ার কারণ।
গতবছর লখনউ ও সানরাইজার্স হায়দরাবাদের, খেলা শেষ হওয়ার পরেই দেখা গিয়েছিল যে, গোয়েঙ্কা স্ট্যান্ড থেকে নেমে এসেছিলেন মাঠে। তারপর ভরা স্টেডিয়ামে তিনি তীব্র ভর্ৎসনা করেছিলেন তাঁর তত্কালীন অধিনায়ক রাহুলকে ! রাহুল চুপ করে সব শুনে যান। গোয়েঙ্কা ঠিক কী বলেছিলেন রাহুলকে, তা শোনা যায়নি বটে, তবে তাঁদের কথোপকথনের, বলা ভালো একজনেরই কথা বলার ধরন ও অঙ্গভঙ্গি দেখে সাফ বোঝাই গিয়েছিল যে, মালিক অগ্নিশর্মা হয়েই দলের অধিনায়ককে ধুয়ে দিয়েছেন। সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছিল। মালিকের অনভিপ্রেত আচরণ নিয়ে বিস্তর চর্চা চলেছিল সোশ্য়াল মিডিয়ায়। যদিও পরে ‘গালি’ বদলে গিয়েছিল তালিতে! এই প্রসঙ্গে গোয়েঙ্কা বলেছিলেন, ‘এমন কিছু মুহূর্ত আসে যখন আপনি অনুভূতিপ্রবণ হয়ে পড়েন। সেই অনুভূতির বহিঃপ্রকাশও হয়। কিন্তু তা সম্পর্কের উপর প্রভাব ফেলে না। সম্পর্ককে প্রভাবিত করাও উচিত নয়। আমি মন থেকে এটাই বলব, ওর জন্য় আমার সম্মানও আছে, ভালোবাসাও আছে।’
গোয়েঙ্কা এবার জল বেশিদূর গড়াতে দিলেন না। এক্স হ্য়ান্ডেলে ঋষভ ও কুলদীপ যাদবদের সঙ্গে হাসি মুখে ছবি শেয়ার করে লিখেছেন, ‘মাঠে তীব্রতা, বাইরে বন্ধুতা। পরেরটির অপেক্ষায় রয়েছি।’২০২২ সাল থেকে লখনউয়ের অধিনায়ক ছিলেন রাহুল। তবে গোয়েঙ্কার দল তাঁকে ধরে রাখেনি। রাহুলকে লখনউ ছেড়ে দেওয়ায়, ভারতীয় তারকা আইপিএল নিলামে নিজের নাম তুলছিলেন। পার্থ জিন্দালের দিল্লি রাহুলকে ১৪ কোটি টাকায় দলে নিয়েছে।
আরও পড়ুন: খাদের কিনারা থেকে দলকে জিতিয়েছেন, রইল দিল্লির আশুতোষ-বিপরাজের বায়োডেটা
আরও পড়ুন: আইপিএল মোনালিসা হলে কোহলিই ভিঞ্চি, ইডেনের ক্যানভাসে রাজার তুলিতে রক্তিম শহর…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)