NOW READING:
সঞ্জীব গোয়েঙ্কার রোষের মুখে পন্থরা? DC-র বিরদ্ধে পরাজয়ের পর সাজঘরে কী বললেন LSG কর্ণধার?
March 25, 2025

সঞ্জীব গোয়েঙ্কার রোষের মুখে পন্থরা? DC-র বিরদ্ধে পরাজয়ের পর সাজঘরে কী বললেন LSG কর্ণধার?

সঞ্জীব গোয়েঙ্কার রোষের মুখে পন্থরা? DC-র বিরদ্ধে পরাজয়ের পর সাজঘরে কী বললেন LSG কর্ণধার?
Listen to this article


বিশাখাপত্তনম: গত আইপিএল মরশুমে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) এক ম্য়াচে পরাজিত হওয়ার পর তৎকালীন অধিনায়ক কেএল রাহুল ও কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা উত্তপ্ত কথোপকথন চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। ক্ষিপ্ত সঞ্জীব গোয়েঙ্কাকে (Sanjiv Goenka) কার্যত রাহুলকে তিরস্কার করতে দেখা যায়। তারপর বছর ঘুরেছে। বর্তমানে রাহুল আর লখনউ দলের অংশ নন। দলের অধিনায়ক হয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তবে নতুন মরশুমের প্রথম ম্যাচের পরেই সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল?

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে (DC vs LSG) এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে জয়ের পথেই অগ্রসর ছিল লখনউ। তবে আশুতোষ শর্মার ৩১ বলে অপরাজিত ৬৬ রানের ইনিংস দিল্লিকে ২১০ রান তাড়া করে এক উইকেটে ম্যাচ জিততে সাহায্য করে। ম্যাচশেষে অধিনায়ক পন্থ এবং কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে কর্ণধার গোয়েঙ্কাকে গভীর আলোচনায় দেখা যায়। এই ভিডিও ,সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সকলের মনে আবার রাহুল-গোয়েঙ্কা কাণ্ডের স্মৃতি চাগাড় দিয়ে উঠে। সোশ্য়াল মিডিয়া ভরে উঠে মিমে।

 

 

 

 

তবে পরবর্তীতে লখনউয়ের তরফে সাজঘরের একটি ভিডিও আপলোড করা হয়। সেখানে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কাকে বরং দলের খেলোয়াড়দের বাহবা দিতেই দেখা যায়। তিনি বলেন, ‘এই ম্য়াচে ব্যাটিং, বোলিংয়ে অনেক ইতিবাচক দিক ছিল। দুই ইনিংসেই পাওয়ার প্লেতে আমরা দারুণ খেলেছি। আর ম্যাচে তো হার জিত থাকেই। আমরা তরুণ দল। তাই ইতিবাচক দিকগুলির দিকে তাকিয়েই ২৭ তারিখের দিকে (পরের ম্যাচ) এগিয়ে যেতে হবে। আশা করছি ওই ম্যাচে ফলাফলটা ভাল হবে। আজকে সাফল্য পায়নি বটে, তবে দারুণ ম্যাচ হয়েছে। শুভকামনা।’

 

২৭ মার্চ লখনউ সানরাইজার্স হায়দরাবাদেরল বিরুদ্ধে খেলতে নামবে। সেই ম্যাচে কী ফলাফল হয়, সেটাই দেখার বিষয় হতে চলেছে।  

আরও দেখুন





Source link