# Tags
#Blog

Jasprit Bumrah-Sam Konstas: কনস্টাসের দিকে কেন তেড়ে গিয়েছিলেন বুমরা? পন্থ ফাঁস করলেন অজিদের ভংকর ষড়যন্ত্র!

Jasprit Bumrah-Sam Konstas: কনস্টাসের দিকে কেন তেড়ে গিয়েছিলেন বুমরা? পন্থ ফাঁস করলেন অজিদের ভংকর ষড়যন্ত্র!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেলবোর্ন টেস্টে হারতেই ভারত কার্যত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গিয়েছে। অলৌকিক কিছু না ঘটলে লর্ডসে খেলা হবে না রোহিত শর্মাদের। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। ৩ জানুয়ারি থেকে সিডনিতে শুরু সিরিজের শেষ ও পঞ্চম টেস্ট। আর এই টেস্টে ফের একবার চর্চায় অজি ওপেনার স্যাম কনস্টাস ও ভারতীয় পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah-Sam Konstas)। 

সেই বক্সিং-ডে টেস্ট থেকেই বুমরা-কনস্টাসের বিবাদ চলছে। মেলবোর্নে অভিষেক করেই চমকে দিয়েছিলেন কনস্টাস। জীবনের প্রথম টেস্টে ৬৫ বলে ৬০ রানের ঝকঝকে মারকাটারি ইনিংস খেলেছিলেন তিনি। ল্যাপ-স্কুপ, রিভার্স- ল্যাপের মতো শট মেরে বুমরাকে বলে বলে বাউন্ডারির বাইরে পাঠিয়ে ছিলেন। যদিও মেলবোর্নের দ্বিতীয় ইনিংসে বুমরা বুঝিয়ে দিয়েছিলেন যে, কনস্টাস ভুলই করেছিলেন। বুমরার  বিষাক্ত ইন কাটারে মিডল স্টাম্প উড়ে গিয়েছিল নবাগতর। দ্বিতীয় ইনিংসে মাত্র ৮ রান করেছিলেন কনস্টাস। সেখান থেকেই শুরু বুমরা বনাম কনস্টাস! যা পঞ্চম টেস্টেও জিইয়ে রাখলেন তাঁরা…

আরও পড়ুন: অনেকে হয়েছে, এবার অবসর নিতেই হবে! বিলেতি ইচ্ছা বাতিল করে বিরাটকে ‘ঘাড় ধাক্কা’…
 

সিডনিতে টস জিতে ভারত প্রথমে অজিদের বল করতে পাঠিয়েছিল। ব্য়াট হাতে ভারতের সেই একই চেনা ভরাডুবি এবারও। ভারতের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৮৫ রানে। যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুলের ওপেনিং জুটির স্কোরবোর্ডে অবদান মাত্র ১১ রান! তিনে নেমে শুভমন করেছেন মাত্র ২০ রান। ২৫ ওভারের ভিতর ৫৭ রান তুলতে গিয়ে ভারত ৩ উইকেট হারিয়ে ফেলে। মিডিল অর্ডারও তথৈবচ- বিরাট কোহলি (১৭), ঋষভ পন্থ (৪০) ও রবীন্দ্র জাদেজা (২৬)! এরপর নীতীশ কুমার রেড্ডি (০), ওয়াশিংটন সুন্দর (১৪) ও জসপ্রীত বুমরা (২২) কিছুক্ষণ ক্রিজে ছিলেন। অজি পেসার স্কট বোলান্ড তুলে নিয়েছেন ৪ উইকেট, মিচেল স্টার্ক পেয়েছেন ৩ উইকেট, কামিন্সের পকেটে এসেছে ২ উইকেট ও নাথান লিঁয় পেয়েছেন ১ উইকেট।  

 
ভারতের প্রথম ইনিংসের জবাবে অজিরা প্রথম ইনিংসে তুলেছে ১ উইকেট হারিয়ে ৯ রান। কনস্টাস ও উসমান খোয়াজা ওপেন করতে নেমেছিলেন। বুমরা শুরুতেই ধাক্কা দিয়েছেন খোয়াজাকে ২ রানে সাজঘরে ফিরিয়ে দিয়ে। খোয়াজাকে ফিরিয়ে কনস্টাসের দিকে রীতিমতো তেড়ে গিয়েছিলেন স্ট্য়ান্ড-ইন ভারত অধিনায়ক। দেখে মনে হচ্ছিল বুমরা চোখ দিয়েই যেন গিলে নেবেন কনস্টাসকে। ঘটনার শুরু খোয়াজাকে বল করার থেকেই। বুমরা যখনই রানআপ নেওয়া শুরু করেছিলেন, তখনই বুঝে যান যে, খোয়াজা তৈরি নন। বাধ্য হয়ে তাঁকে থামতে হয় বারবার। এর মধ্য়েই অহেতুক ঢুকে পড়েন কনস্টাস। তিনি আবার বুমরাকে আগ বাড়িয়ে এসে থামতে বলেন। আর এতেই মেজাজ হারিয়ে বুমরা বলেন,  ‘তোমার সমস্যা কোথায়!’ এই কথা স্টাম্প মাইকেও শোনা গিয়েছে। দু’জন উত্তপ্ত বাদানুবাদে জড়ানোর আগেই আম্পায়ার তাঁদের থামিয়ে দিয়েছিলেন।

খোয়াজাকে ওই বলেই আউট করেন বুমরা সেলিব্রেশনে মেতে, সোজা কনস্টাসের দিকেই ছুটে গিয়ে তাঁর দিকে ওভাবে তাকিয়ে ছিলেন। কনস্টাসও চুপচাপ ড্রেসিংরুমে ফিরে যান। এই ঘটনা নিয়ে সাংবাদিক বৈঠকে কথা বলেছেন ঋষভ পন্থ, তিনি সাংবাদিকদের জানান, ‘আমার মনে হয় বুমরা-কনস্টাস একটু চিটচ্যাট করছিল, অস্ট্রেলিয়া কিছুটা সময় নষ্ট করতে চেয়েছিল। আমার মনে হয় ঠিক এই কারণেই কনস্টাস ও বুমরা কথোপকথন চালাচ্ছিল। কনস্টাস কিছু একটা বলেছিল, তবে আমি শুনিনি। কিন্তু আমি মনে করি ওরা শুধু সময় নষ্টই করতে চেয়েছিল যাতে আমরা একটা ওভার কম করতে পারি।’ এবার দেখা যাক বুমরা-কনস্টাসের এই লড়াই আবার হয় নাকি!

আরও পড়ুন:  ‘মেলবোর্নই ছিল জীবনের শেষ টেস্ট’! আজ অস্তাচলে অধিনায়ক রোহিত…ভারত ১৮৫ অল আউট

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal