WATCH | Rishabh Pant | IPL 2025: প্রীতির জালে যেন ধরা না পড়েন! এই আতঙ্কেই ছিলেন ঋষভ, বিস্ফোরক লখনউয়ের নয়া নবাব…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়র লিগে (IPL 2025) কে হতে চলেছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক (LSG New Captain For IPL 2025)? দেখতে গেলে এই প্রশ্নের উত্তর গত নভেম্বরে জেদ্দায় আইপিএল নিলাম (IPL Auction 2025) চলাকালীনই চলে এসেছিল, যখন সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি ৫১ কোটি টাকা নিয়ে বাজার করতে নেমে ২৭ কোটি টাকা শুধু ঋষভ পন্থকে ( Rishabh Pant) নিতেই খরচ করেছিল। সোমবার লখনউ জানিয়ে দিল যে, কেএল রাহুলের (KL Rahul) সিংহাসনে বসবেন পন্থ। তাঁকেই বেছে নেওয়া হল নতুন অধিনায়ক হিসাবে। আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে ঋষভ কার্যত চরম বিঁধলেন পঞ্জাব কিংসকে (Punjab Kings)! সাফ বুঝিয়ে দিলেন যে, ওই দলে নাম লেখানোর আতঙ্কই ছিল তাঁর মনে!
আরও পড়ুন: রাহুলের জায়গায় লখনউয়ের মসনদে কাকে বসালেন গোয়েঙ্কা?
গোয়েঙ্কার পাশে বসে পন্থ নিলামের অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছেন। তিনি বলেন, ‘নিলামে কিছুক্ষণ পর দেখার পর আর দেখিনি, আমার চাপ বাড়ছিল, মনে মনে নিজেকে বলছিলাম, ১০-১৫ কোটি টাকা দাম ওঠার পর আমি আর দেখব না। কারণ উত্তেজনার পারদ তুঙ্গে চড়ছিল। উত্তেজনা এবং নার্ভাসনেস একসঙ্গে কাজ করছিল। তবে মনে মনে একটাই টেনশন কাজ করছিল। সেটা হল পঞ্জাব (অট্টহাসি পন্থের) কারণ দ্বিতীয় সর্বোচ্চ পার্স ছিল ৮২ কোটি টাকা, পঞ্জাবের পার্স ছিল ১১২ কোটি টাকা। শুরুতে যখন শ্রেয়াস পঞ্জাবে গিয়েছিল, তখন মনে হয়েছিল আমি এলএসজিতে যেতে পারব। কিন্তু এটা নিলাম, শেষ পর্যন্ত কী হবে আপনি জানেন না! কখনও কখনও আপনার কিছু জিনিস ঘটতে দেওয়া উচিত। আমি বসে এটাই ভাবছিলাম, দেখা যাক কোথায় যাই!’
পন্থ ২০২১, ২০২২ এবং ২০২৪ সালে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়েছেন। তবে নতুন মরসুম শুরুর আগে তিনি ফ্র্যাঞ্চাইজি থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নেন। পন্থ বলছেন, ‘আমার উপর আস্থা রাখার জন্য এলএসজি পরিবারকে ধন্যবাদ। আমি আমার ২০০ শতাংশ দেব এবং এটাই আমার অঙ্গীকার। আমার উপর যে আস্থা রাখা হয়েছে, তার প্রতিদান দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। নতুন উদ্যমে নতুন শুরু করার জন্য মুখিয়ে আছি। প্রচুর আনন্দ হবে। এটা একটা নতুন দল এবং নতুন সেটআপ, কিন্তু দলের নেতৃত্ব দেওয়ার আদর্শ বদলাব না,কিন্তু একজন ক্রিকেটার হিসেবে, আপনি সবসময়ে আপনার অধিনায়কত্বে আরও কিছু যোগ করার চেষ্টা করেন। যদি আপনি একজন খেলোয়াড়ের উপর আস্থা এবং বিশ্বাস রাখেন, তাহলে তিনি এমন কিছু করবে, যা আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা সেই আদর্শই রাখার চেষ্টা করব। আমরা তাদের উপর আস্থা রাখব। স্পষ্ট যোগাযোগে বুঝিয়ে দেব তাদের ভূমিকা কী হবে।’
আরও পড়ুন: ১০ বছর পর রঞ্জিতে রোহিত! রাহানের নেতৃত্বে দল ঘোষণা মুম্বইয়ের, রয়েছেন একাধিক স্টার
এলএসজিতে পন্থ হেড কোচ হিসাবে জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে কাজ করবেন। দলের পরামর্শদাতা হিসেবে পাবেন জাহির খানেকে। অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন পন্থ দেখা করেছেন ল্যাঙ্গারের সঙ্গে। ব্যাটিং বিভাগে পন্থ পাবেন নিকোলাস পুরান, ডেভিড মিলার, মিচেল মার্শ এবং এইডেন মারক্রমকে। থাকবেন আয়ুশ বাদোনি, আরিয়ান জুয়াল, আব্দুল সামাদ এবং হিম্মত সিং। লখনউয়ের বোলিং বিভাগে রয়েছেন ভারতীয় পেসার আকাশ দীপ এবং আবেশ খান, রবি বিষ্ণোই, ময়াঙ্ক যাদব এবং মহসিন খানরা। এই নিয়ে ঋষভ দিল্লির পর দ্বিতীয় কোনও ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দিতে চলেছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)