WATCH | Rishabh Pant On Leaving Delhi Capitals: ‘টাকার জন্যই…’, আচমকাই গাভাসকরের ছোবল, ছেড়ে দেওয়ার পাত্র নন পন্থও!

Estimated read time 1 min read
0 0
Listen to this article
Read Time:8 Minute, 5 Second


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ৩১ অক্টোবর ছিল আইপিএল রিটেনশনের ডেডলাইন। অর্থাত্‍ ওই দিনই বিকেলের ভিতর ১০ দল খেলোয়াড় ধরা-ছাড়ার তালিকা জমা দিয়েছে বিসিসিআই-কে। সেই মতো দিল্লি ক্য়াপিটালসও (Delhi Capitals, DC) ৬ ক্রিকেটারের নাম জানিয়ে দেয়! রাজধানীর দল এবার ধরে রেখেছে অক্ষর প্যাটেল (Axar Patel), অভিষেক পোড়েল (Abhishek Porel), ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) ও কুলদীপ যাদবকে (Kuldeep Yadav)। দিল্লি ছেড়ে দিয়েছে তাদের অধিনায়ক ঋষভ পন্থকে (Rishabh Pant)। যার মানে ঋষভ ঝড় তুলতে চলেছেন মেগা নিলামে। দিল্লির হয়ে ৮ মরসুম খেলে ঋষভ এবার অন্য় ঘরে। প্রাক নিলাম আবহে ঋষভকে আচমকাই ছোবল মারলেন কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar)! চুপ থাকলেন না পন্থও। বিষ উগরে দিলেন…

আরও পড়ুন: দলহীন ট্রফিজয়ী অধিনায়ক, নিলামে ঝাঁপাবে ২ শহর! প্রাক নিলাম ভবিষ্যদ্বাণী কিংবদন্তির

সানি আইপিএলের সম্প্রচারকারী চ্য়ানেলে বলেন, ‘আমার মনে হয় দিল্লি নিশ্চিত ভাবেই ঋষভ পন্থকে দলে চাইবে আবার। যখন কোনও প্লেয়ার রিটেইন করা হয়, তখন সেই প্লেয়ার ও ফ্র্য়াঞ্চাইজির পারিশ্রমিক নিয়ে কথা হওয়া স্বাভাবিক। আপনারা দেখেছেন যে, ফ্র্যাঞ্চাইজিরা এমন কিছু খেলোয়াড়কে ধরে রেখেছে, যারা তাদের রিটেনশন তালিকার এক নম্বর খেলোয়াড়ের চেয়েও বেশি টাকা পেয়েছে। হয়তো ঋষভের পারিশ্রমিক নিয়ে দিল্লির মতবিরোধ হয়েছিল। আমার মনে  হয়, দিল্লি অবশ্যই পান্থকে ফেরত চাইবে। কারণ ওদেরও একজন অধিনায়ক দরকার৷ ঋষভ যদি তাদের দলে না থাকে তাহলে তাদের নতুন অধিনায়ক খুঁজে নিতে হবে।’ ঋষভও চুপ করে থাকলেন না। বর্ডার-গাভাসকর ট্রফির প্রস্তুতি সারার মাঝেই গাভাসকরকে উত্তর দিলেন। ঋষভ তাঁর এক্স হ্য়ান্ডেলে লিখেছেন, ‘আমার রিটেনশন টাকার বিষয় ছিল না। তা আমি নিশ্চিত ভাবে বলতে পারি।’ এর সঙ্গেই ঋষভ সাদা হার্ট ইমোজি জুড়ে দিয়েছেন। 

আইপিএল মেগা নিলামের দিনক্ষণ জানিয়ে দিয়েছে বিসিসিআই। নভেম্বরের ২৪ ও ২৫ তারিখ সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে চলেছে বহু প্রতীক্ষিত স্পোর্টিং ইভেন্ট। প্রাথমিক তালিকায় ছিল ১৫৭৪ জনের নাম। চূড়ান্ত তালিকায় রইল ৫৭৪ জন। দু’দিনের মেগা নিলামে ৩৬৬ জন ভারতীয় ও ২০৮ জন বিদেশি।  নিলামে ৪৮ জন ক্যাপড ও ৩১৮ জন আনক্যাপড ভারতীয় খেলোয়াড় রয়েছেন। এবং ১২ জন আনক্যাপড বিদেশি খেলোয়াড় রয়েছেন। নিলামে ক্যাপড বিদেশি ১৯৩ জন ও  আনক্যাপড বিদেশি ১২ জন। অ্যাসোসিয়েট দেশের ৩ জন খেলোয়াড় রয়েছেন তালিকায়। বলাই যায় যে ঋষভকে নিয়ে নিলামে ঝড় উঠবে।

আরও পড়ুন: বয়স মাত্র ১৩! নিলামে সর্বকনিষ্ঠ ক্রিকেটারকে নিয়ে হইচই, কে এই ভারতের বিস্ময় বালক?

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

About Post Author

JagoronBarta

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *