বেশি টাকার লোভেই কি দিল্লি ক্যাপিটালস ছেড়েছেন পন্থ? চাঞ্চল্যকর মন্তব্য বাদানির
<p style="text-align: justify;"><strong>নয়াদিল্লি:</strong> ২০১৬ সালে আইপিএলে অভিষেক হয়েছিল ঋষভ পন্থের। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে টুর্নামেন্টে অভিষেক হয়েছিল তাঁর। এরপর থেকে সেই ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলেছেন। এবারই প্রথমবার ২০২৪ সালে নিলাম থেকে লখনউ সুপারজায়ান্ট তাঁকে দলে নিয়েছে। ২৭ কোটি টাকা মূল্যে তাঁকে দলে নিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার শিবির। দিল্লি ছাড়তেই এবার পন্থকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দিল্লির কোচ হেমাঙ্গ বাদানি। শুধুমাত্র টাকার জন্যই পন্থ দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।</p>
<p style="text-align: justify;">এস বদ্রীনাথের একটি পডকাস্টে এসেছিলেন দিল্লি ক্যাপিটালসের নতুন কোচ। সেখানেই বাদানি বলেন, ”পন্থ একেবারেই রিটেইন হতে চায়নি। ও বাজার দর দেখতে চাইছিল নিজের। <a title="আইপিএলের নিলাম" href="https://bengali.abplive.com/topic/ipl-auction" data-type="interlinkingkeywords">আইপিএলের নিলাম</a>ে উঠতে চেয়েছিল পন্থ।”</p>
<p class="no_first_intro_para" style="text-align: justify;">বাদানি আরও বলেন, ”পন্থ আমাদের বলেছিল যে ও নিলামে উঠতে চায়। নিজের বাজার দর যাচাই করতে চেয়েছিল পন্থ। যদি কোনও প্লেয়ারকে রিটেইন করতে হয়, তবে ফ্র্যাঞ্চাইজি ও সেই প্লেয়ার দু পক্ষেরই সম্মতি প্রয়োজন। আমরা ওর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। আমরা পন্থকে রিটেইন করতে চেয়েছিলাম। কিন্তু ওর মনে হয়েছিল যে নিলামে উঠলে আরও বেশি টাকা পাবে ও। অনেকগুলো ফোন ও মেসেজ হয়েছে।”</p>
<p class="no_first_intro_para" style="text-align: justify;">দিল্লি ক্যাপিটালসের কোচ বলেন, ”দিল্লি ক্যাপিটালস ওকে রিটেন করতে এরপরও ইচ্ছুক ছিল। তার জন্যই রাইট টু ম্য়াচ কার্ডও ব্যবহার করেছিল। পন্থ ভেবেছিল আরটিম কার্ডে ১৮ কোটি টাকা যা, সর্বোচ্চ আরটিএম কার্ডে উঠেছে নিলামে তা পাবে। কিন্তু এরপর ও আরও বুঝতে পারে, যে হয়ত এর থেকেও বেশি টাকা নিলাম থেকে পেতে পারে পন্থ। আর ঠিক সেটাই হয়েছে। পন্থ ২৭ কোটি টাকা পেয়েছে। নিলাম থেকে যা সর্বোচ্চ এখন পর্যন্ত <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ের ইতিহাসে। ও দারুণ প্লেয়ার। আমরা অবশ্য়ই পন্থকে মিস করব। কিন্তু জীবন থেমে থাকে না।”</p>
<p style="text-align: justify;">২০১৬ সাল থেকে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন পন্থ। দলকে নেতৃত্বও দিয়েছেন। নতুন জার্সিতে পন্থকে আইপিএলে দেখার জন্য মুখিয় রয়েছেন লখনউয়ের সমর্থকরা। তবে দিল্লি ছিল তাঁর পরিবারের মতো। সেই পরিবার থেকে আলাদা হয়ে আবেগঘন পন্থ সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘বিদায় জানানোটা একেবারেই সহজ নয়। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে আমার সফরটা দুর্দান্ত ছিল। মাঠের উত্তেজনা থেকে মাঠের বাইরের না না স্মৃতি, আমি বিভিন্নভাবে আরও উন্নত হয়েছি, যা আমার কল্পনাতীত। টিনএজার হিসাবে দলে যোগ দিয়ে বিগত নয় বছরে অনেক কিছু শিখেছি।’ </p>
Source link