কলকাতা: আইপিএলের নিলামে ইতিহাস গড়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। সর্বকালের সবথেকে দামি ক্রিকেটার হিসাবে বিক্রি হয়েছেন তিনি। গতকালই শহরে এক অনুষ্ঠানে পন্থকে প্রত্যাশিতভাবেই লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) অধিনায়ক ঘোষণা করা হয়। সেই অনুষ্ঠানেই পন্থকে নিলামের সময় এক আশঙ্কার কথা বলতে শোনা যায়।
পন্থ বলেন, ‘আমার ভিতরে ভিতরে একটাই চিন্তা হচ্ছিল। পাঞ্জাব (Punjab Kings)। ওরা এত টাকা নিয়ে নিলামে এসেছিল যে কেউ চাইলেও একটা সময় পর আর কিছু করার ছিল না। ওদের কাছে ১১২ কোটি টাকা ছিল। তারপর দ্বিতীয় সর্বোচ্চ পার্স ছিল ৮২ কোটির। যখন শ্রেয়সকে পাঞ্জাব দলে নেয়, তখন আমি খানিকটা স্বস্তি পাই যে এবার আমি লখনউয়ে যোগ দিতে পারি।’
ঋষভ পন্থকে দলে নিতে আরসিবি, দিল্লি ক্যাপিটালসরা দর হাঁকায়। দিল্লি তো আরটিএমও ব্যবহার করে। তব শেষমেশ লখনউই সর্বকালের সর্বোচ্চ দর হাঁকিয়ে তাঁকে ছিনিয়ে নেয়। পন্থকে অধিনায়কও করে দিল নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজি। তবে পন্থের এহেন মন্তব্যের পর একটাই প্রশ্ন সকলের মাথায় ঘোরাফেরা করছে। কেন তিনি পাঞ্জাবে যোগ দিতে চাননি? গতবার পর্যন্ত রিকি পন্টিং ক্যাপিটালসের কোচ ছিলেন এবং পন্থ ছিলেন ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক। এবার রিকি পাঞ্জাবের কোচ। তাহলে কি অজ়ি কিংবদন্তির সঙ্গ পন্থের সম্পর্কের অবনতি হয়েছে? প্রশ্ন উঠছে।
প্রসঙ্গত, এদিন পন্থ আরও একটা বিষয় স্পষ্ট করে দেন যে অধিনায়ক হিসাবে তাঁর আদর্শ রোহিই। পন্থ বলেন, ‘কোনও একজনের নাম করাটা কঠিন। রোহিত ভাইয়ের কাছ থেকে শেখার দলের ক্রিকেটারদের যত্ন কীভাবে নিতে হয়। আমি যখন কোনও দলকে নেতৃত্ব দিই, একই অনুভূতি হয়। তুমি যদি একজন ক্রিকেটারকে আত্মবিশ্বাস আর উৎসাহ দাও, সে তোমার জন্য, দলের জন্য কী করতে পারে কল্পনা করা যাবে না। আমিও সেই আদর্শ মেনে চলি।’
অধিনায়ক হিসাবে নিজের লক্ষ্য সম্পর্কে পন্থ জানান, ‘আমি ক্রিকেটারদের পাশে থাকতে চাই। তাদের বিশ্বাস জোগাতে চাই। স্পষ্ট কথা বলতে চাই যে, দল তার কাছে কী প্রত্যাশা করছে বা ঠিক কী ভূমিকা ভেবে রেখেছে। সেটাই আমার মন্ত্র। আর সঙ্গে থাকতে হবে হার না মানা মনোভাব। মরার আগে মরব না। শেষ বল পর্যন্ত লড়াই করতে হবে। আমি সেই দিকেই জোর দিতে চাই। পারফরম্যান্সের ভাল-খারাপ আছে। তবে তুমি কতটা লড়াই করলে, সেটাই আসল। তুমি কি মাঠে নেমে তোমার একশো শতাংশ দিচ্ছ? ব্যক্তি হিসাবে সেটাই একমাত্র আমরা নিয়ন্ত্রণ করতে পারি।
আরও পড়ুন: আইপিএল শুরুর আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মহেন্দ্র সিংহ ধোনির পছন্দের স্পিনার
আরও দেখুন