# Tags
#Blog

শ্রেয়সকেও দামে ছাপিয়ে গেলেন পন্থ, ২৭ কোটি টাকায় দিল্লির হাত থেকে ছিনিয়ে নিল লখনউ

শ্রেয়সকেও দামে ছাপিয়ে গেলেন পন্থ, ২৭ কোটি টাকায় দিল্লির হাত থেকে ছিনিয়ে নিল লখনউ
Listen to this article


জেড্ডা: তাঁকে নিয়ে যে দর কষাকষি আকাশ ছোঁবে, প্রত্যাশিত ছিল। তিনি যে শুধু অধিনায়ক হিসাবে ভাল বিকল্প তাই নন, তিনি ম্যাচ উইনার। একার হাতে যে কোনও ম্যাচের রং পাল্টে দিতে পারেন। অবিশ্বাস্য সমস্ত শট খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সিদ্ধহস্ত।

তিনি, ঋষভ পন্থ (Rishabh Pant)। যাঁকে রিটেন করেনি দিল্লি ক্যাপিটালস। জানা গিয়েছিল, তাঁর সঙ্গে মতের মিল না হওয়ায় দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সম্পর্কে ছেদ পড়ে।

তাঁর জন্য ২০ কোটি ৭৫ লক্ষ টাকা দাম হাঁকে লখনউ সুপার জায়ান্টস। দিল্লিও জানিয়ে দেয় যে, তাঁরা রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করবে। সেই অনুযায়ী লখনউকে সর্বোচ্চ দর জানাতে বলা হয়। ২৭ কোটি টাকা দর দেয় লখনউ। তাতে দিল্লি আর আরটিএম ব্যবহার করেনি। রেকর্ড ২৭ কোটি টাকায় পন্থকে দলে নিল লখনউ।

মার্কি ক্রিকেটারদের প্রথম সেটে সকলের শেষে নিলামে তোলা হয়েছিল পন্থকে। অকশনার তাঁর নাম ঘোষণা করা মাত্রই দর্শকাসন থেকে জয়োধ্বনি ওঠে। পন্থের ন্যূনতম দর ছিল ২ কোটি টাকা। তাঁর জন্য শুরুতেই দর হাঁকতে শুরু করেন লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। দর হাঁকাহাঁকিতে যোগ দেয় আরসিবি। লখনউ ও আরসিবি শিবিরের দড়ি টানাটানিতে চড়চড়িয়ে দাম বাড়তে থাকে পন্থের। দ্রুত তাঁর দাম পেরিয়ে যায় ১০ কোটি টাকা। সেই সময়ই জোর আলোচনা শুরু হয়ে যায়, শ্রেয়স আইয়ারের রেকর্ডও কি ভেঙে দেবেন পন্থ? রবিবারের নিলামে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় শ্রেয়স আইয়ারকে কিনে নিয়েছে প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস। সেটাই আইপিএলে সর্বোচ্চ দামের রেকর্ড। 

 

শেষ পর্যন্ত জল্পনাই শেষ হয়। শ্রেয়সের রেকর্ডও ভেঙে দেন রুরকির বাঁহাতি ব্যাটার। ২৭ কোটি টাকায় বিক্রি হনয যা আইপিএলের সর্বকালীন রেকর্ড।

পন্থের জন্য দর হাঁকতে শুরু করেছিল সানরাইজার্স হায়দরাবাদও। তাদের জন্যই ২০ কোটি টাকা পেরিয়ে যায় পন্থের দাম। তবে শেষ পর্যন্ত ২০ কোটি ৭৫ লক্ষ টাকা দর হাঁকে লখনউ। তখনই সকলকে চমকে দিয়ে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করতে চায় দিল্লি। তবে এবারের নিয়ম অনুযায়ী, পুরনো দল আরটিএম কার্ড ব্যবহার করতে চাইলে সর্বোচ্চ দর হাঁকা দলকে বলা হচ্ছে, তারা সবচেয়ে বেশি কত টাকা দাম দিতে রাজি। লখনউকেও সেটা বলা হয়। লখনউ ২৭ কোটি টাকা দর হাঁকে। তখন আরটিএম প্রয়োগ থেকে পিছিয়ে আসে দিল্লি। তৈরি হয় নতুন রেকর্ড।

আরও পড়ুন: কেকেআর নয়, শ্রেয়স আইয়ারকে কিনে নিল পাঞ্জাব কিংস

আরও দেখুন





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal