কলকাতা: বিয়ে নিয়ে একসময় কটাক্ষ শুনতে হয়েছে। এখন আবার দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়েও। এই কঠিন সময়ে তিনি যে স্বামীর পাশে আছেন, জানিয়ে দিলেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের স্ত্রী, তথা বিজেপি মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে বুধবার দিঘার জগন্নাথ মন্দিরে হাজির হয়েছিলেন দিলীপ ও রিঙ্কু। সেই ঘটনাকে ঘিরে এই মুহূর্তে বিজেপি-র অন্দরেই ক্ষোভের মুখে দিলীপ। সেই নিয়ে স্বামীর পাশেই দাঁড়ালেন রিঙ্কু। (Rinku Majumdar)
বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন রিঙ্কু। দিঘার মন্দিরে যাওয়া নিয়ে বিজেপি-র তরফে যে আক্রমণ, কটাক্ষ উড়ে আসছে, তা নিয়ে প্রতিক্রিয়া চাওয়া বলে বলেন, “উনি (দিলীপ) ব্যতিক্রমী। বড় বড় নেতা-মন্ত্রীদের থেকেও আলাদা উনি। সেই কারণেই এত জনপ্রিয়তা ওঁর। আমি আসলে বারণই করেছিলাম (দিঘার জগন্নাথ মন্দিরে যেতে)। ২৪ ঘণ্টা আগেও বারণ করি। বলেছিলাম, না গেলেই ভাল হয়। কিন্তু ওঁর ইচ্ছে ছিল। আমি ওঁর সঙ্গে আছি।” (Dilip Ghosh)
গতকাল দিঘার জগন্নাথ মন্দিরে শুধুমাত্র দর্শনই সারেননি দিলীপ ও রিঙ্কু, মমতার সঙ্গে মন্দির ঘুরে দেখেন, পাশাপাশি বসে খোশগল্পও সারেন। সেই নিয়ে বিজেপি-র অন্দরে শোরগোল পড়ে গিয়েছে। মমতার সঙ্গে তাঁদের কী এমন কথা হল জানতে চাইলে রিঙ্কু বলেন, “কথা আর কী হবে! নেহাতই সৌজন্যতা। কারও সঙ্গে কথা বললেই কি আদর্শ পাল্টে যায়! কখনও না। তাও আবার আমাদের মতো মানুষের, কোনও দিনই পাল্টাবে না। এলাকাতেও বিরোধীদের সঙ্গে সৌজন্যের খাতিরে কথা বলি আমরা।”
গতকালের ঘটনাক্রম নিয়ে এই মুহূর্তে তেতে রাজ্য রাজনীতি। বিজেপি-র অন্দরেই বিভাজন তৈরি হয়েছে। সৌমিত্র খাঁ, কৌস্তভ বাগচির মতো নেতারা প্রকাশ্য়ে দিলীপের সমালোচনা করেছেন। সেই নিয়ে আগেই মুখ খুলেছিলেন দিলীপ। তাঁর বক্তব্য, “দালালরা যেদিন থেকে এসেছে, বিজেপি-র গন্ধ, স্বাদ চলে গিয়েছে। দু’দিন এসে আমাকে শেখাচ্ছে।” একই সুর ধরা পড়ল রিঙ্কুর গলাতেও। তাঁর কথায়, “যাঁরা বিজেপি-তে ইমপোর্টেড, প্রবলেমটা তাদেরই বেশি। দেখুন তারাই বেশি প্রতিবাদ জানাচ্ছে। যাদের নিজেদের একাধিক আদর্শ ছিল…আমাদের একটাই আদর্শ। আমি সিপিএম, কংগ্রেস বা তৃণমূল থেকে আসিনি।”
এদিন দিলীপের সঙ্গে কোলাঘাটে চা-চক্রেও গিয়েছিলেন রিঙ্কু। সেখানে তাঁদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। সেই সময় রিঙ্কু এগিয়ে যান। ‘দলে তিনটি লাইন চলছে’ বলে মন্তব্য করেন তিনি। দিলীপও সেখানে বাদানুবাদে জড়িয়ে পড়েন।
আরও দেখুন