# Tags
#Blog

Virat Kohli’s Form: কোহলির কুৎসা কাণ্ডে নয়া মোড়! গম্ভীরের চরিত্র নিয়েই খোঁচা রিকির! মাঠে ব্রেট লি

Virat Kohli’s Form: কোহলির কুৎসা কাণ্ডে নয়া মোড়! গম্ভীরের চরিত্র নিয়েই খোঁচা রিকির! মাঠে ব্রেট লি
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি রিকি পন্টিং (Ricky Ponting) ধুয়ে দিয়েছিলেন বিরাট কোহলিকে (Virat Kohli)। তাঁর সাম্প্রতিক অফ-ফর্ম নিয়ে কথা বলেছেন অজি কিংবদন্তি। আইসিসি রিভিউ অনুষ্ঠানে পন্টিং বলেছিলেন, ‘আমি এক জায়গায় পরিসংখ্য়ান দেখলাম, সেখানে বলা হচ্ছে বিরাট নাকি শেষ পাঁচ বছরে মাত্র দু’টি টেস্ট সেঞ্চুরি করেছে। এটা আমার ঠিক মনে হয়নি। কারোর ঠিক মনে হলে ঠিক মনে হবে। আমার কাছে এটি চিন্তার বিষয়। আমার তো মনে হয় না, আন্তর্জাতিক ক্রিকেটে আর একজনও টপ-অর্ডার ব্য়াটার নেই যে, পাঁচ বছরে মাত্র দু’টি সেঞ্চুরি করেছে।’

আরও পড়ুন: ১৭ বছরের অভিজ্ঞতায় ২২ হাজারের উপর রান, আইপিএলজয়ী ভারতীয় তারকা এবার শুভমনদের…
 
এই প্রসঙ্গে গৌতম গম্ভীর বলেন, ‘রিকি পন্টিংয়ের তো অস্ট্রেলিয়ান ক্রিকেট নিয়ে ভাবা উচিত, ভারতীয় ক্রিকেট নিয়ে তার কেন চিন্তা? বিরাট এবং রোহিত অবিশ্বাস্যভাবে শক্তিশালী পুরুষ। তারা ভারতীয় ক্রিকেটের জন্য অনেক কিছু অর্জন করেছে এবং তারা আগামী দিনেও অনেক কিছু অর্জন করবে। এখনও ওরা কঠোর পরিশ্রম করে। আজও প্যাশনেট। যা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাজঘরের এই খিদেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। পুরো দলের খিদে আরও বেড়ে গিয়েছে শেষ সিরিজের পর।’

বিষয়টি এখানেই থামেনি। ফের পাল্টা দিয়েছেন পান্টার। পন্টিং বলেন, ‘আমি বলেছি, কোহলিকে নিয়ে আমি চিন্তায় থাকব। আমি নিশ্চিত, বিরাটকে জিজ্ঞাসা করলেও সেও একই কথা বলবে। বিগত কয়েক বছরে বিরাট যেমন সেঞ্চুরি করেছে, তেমন করেনি সম্প্রতি। কোনও ভাবেই আমি ওকে খোঁচা দিইনি। আমি কিন্তু এরপর এও বলেছিলাম যে, ও অস্ট্রেলিয়ায় ভালো খেলেছে। ও ফিরতে মরিয়া। কিন্তু এগুলো বাদ দিয়েই বলা হয়। বিরাট দুর্দান্ত ক্রিকেটার। অতীতে অস্ট্রেলিয়ায় ভালো খেলেছে। আমি তো কোচ গৌতম গম্ভীরের প্রতিক্রিয়া দেখে অবাক হয়েছি। তবে না ঠিকই আছে, ও এরকম চট করেই মেজাজ হারিয়ে ফেলে। এটাই ওর চরিত্র। দেখতে গেলে আমি ওর পাল্টায় চমকাইনি।’

এসবের মাঝে আবার ঢুকে পড়েছেন পন্টিংয়ের প্রাক্তন সতীর্থ ও স্পিডস্টার ব্রেট লি। তিনি বলেন, ‘এটা বাজে পদক্ষেপ রিকি। কী করছো বলো তো? তুমি ওই ছেলেটার আগুন জ্বালিয়ে দিচ্ছ! ও বিশ্বমানের। অস্ট্রেলিয়ায় এসেই জ্বালিয়ে দেবে।’ বিরাটের কিন্তু অস্ট্রেলিয়ায় আগুন জ্বালানো ধাতে আছে। ৫৪-র গড়ে তিনি ১৩৫২ রান করেছেন টেস্টে। ১৩ ম্য়াচে ৬টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরি করেছেন। দেখা যাক এবার তিনি কী করেন!

আরও পড়ুন: ভেঙে পড়ল ‘দেওয়াল’! তবুও কিশোরীদের কুর্নিশ কিংবদন্তির, ৪৯ সেকেন্ডে মন ভালো হবেই…

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)  





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal