NOW READING:
বড় ঘোষণা প্রীতি জিন্টার দলের, পাঞ্জাব কিংসের কোচ করা হল এই কিংবদন্তিকে
September 18, 2024

বড় ঘোষণা প্রীতি জিন্টার দলের, পাঞ্জাব কিংসের কোচ করা হল এই কিংবদন্তিকে

বড় ঘোষণা প্রীতি জিন্টার দলের, পাঞ্জাব কিংসের কোচ করা হল এই কিংবদন্তিকে
Listen to this article


মোহালি: আইপিএলে ট্রফির দেখা পায়নি। ভাগ্য পরিবর্তনে এবার বড়সড় পদক্ষেপ করল পাঞ্জাব কিংস। দলের কোচ হিসাবে দায়িত্ব দেওয়া হল কিংবদন্তি এক ক্রিকেটারকে।

প্রীতি জিন্টাদের (Preity Zinta) দলের কোচ করা হল অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে (Ricky Ponting)। পরের আইপিএলে (IPL) পন্টিংই পাঞ্জাব কিংসের কোচ হিসাবে দায়িত্ব পালন করবেন। এর আগে দীর্ঘ সাত বছর দিল্লি ক্যাপিটালসের কোচ হিসাবে দায়িত্ব পালন করেছেন পন্টিং। তবে সাফল্যের মুখ দেখেননি। আইপিএল ট্রফি এখনও অধরা দিল্লির।

আর এই পরিস্থিতিতে পন্টিং দায়িত্ব নিচ্ছেন এমন এক দলের, যারা আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায়নি কখনও। শোনা যাচ্ছে, পাঞ্জাব কিংসের সঙ্গে দীর্ঘকালীন ভিত্তিতে চুক্তি করেছেন পন্টিং। তবে ঠিক কত বছরের জন্য তিনি দায়িত্ব নিয়েছেন, তা স্পষ্ট জানা যায়নি।

শোনা যাচ্ছে, পন্টিংয়ের সহকারী কে হবেন, অর্থাৎ ব্যাটিং, বোলিং বা ফিল্ডিংয়ের কোচের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব কারা পালন করবেন, সে ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। পন্টিং নিজেই তাঁর সহকারীদের বেছে নেবেন বলে খবর। গতবার পাঞ্জাব কিংসের হেড কোচ ছিলেন ট্রেভর বেলিস। যিনি কোচ হিসাবে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন। সহকারী কোচ হিসাবে ছিলেন সঞ্জয় বাঙ্গার, চার্ল ল্যাঙ্গভেল্ট ও সুনীল যোশী। তাঁদের মধ্যে থেকে কাউকে সহকারী হিসাবে রাখা হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

এ নিয়ে চার মরশুমে তৃতীয় হেড কোচ হল পাঞ্জাব কিংসের। গত আইপিএলে দশ দলের মধ্যে নবম স্থান পেয়েছিল পাঞ্জাব কিংস। ২০১৪ সালের পর থেকে আর প্লে অফে জায়গা পায়নি প্রীতি জিন্টার দল। সেবার ফাইনালে উঠেও কেকেআরের কাছে হারতে হয়েছিল পাঞ্জাবকে। 

 

কোচ হিসাবে দায়িত্ব নিয়ে পন্টিংয়ের প্রথম কাজই হবে কোন কোন প্লেয়ারকে রিটেন করা হবে, তার একটি তালিকা তৈরি করা। যদিও রিটেনশন পলিসি নিয়ে এখনও কিছু জানায়নি ভারতীয় বোর্ড, তবু অঙ্ক কষা চলছে সব দলেরই।

আরও পড়ুন: আর জি কর কাণ্ডে কুরুচিকর ভাষায় আক্রমণ, সাইবার ক্রাইম শাখায় অভিযোগ সৌরভের

 

আরও দেখুন





Source link