‘সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে’, আর জি করের ঘটনায় বললেন সলিল ভট্টাচার্য
![‘সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে’, আর জি করের ঘটনায় বললেন সলিল ভট্টাচার্য ‘সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে’, আর জি করের ঘটনায় বললেন সলিল ভট্টাচার্য](https://i2.wp.com/feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/10/cf026b03489201fd3d0f22b710105ef31723262058251967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&w=991&resize=991,564&ssl=1)
<p>ABP Ananda Live: আরজি কর হাসপাতালেই অন ডিউটি মহিলা চিকিৎসক খুনের ঘটনায় আটক ১। খুনই করা হয়েছে আরজি করে হাসপাতালের মহিলা চিকিৎসককে। মিলেছে চিকিৎসককে যৌন নির্যাতনের প্রমাণ, সূত্র লালবাজার। নাক, মুখে জমাট রক্ত, গোপনাঙ্গে ক্ষতের চিহ্ন, চোখ থেকেও রক্তক্ষরণ, শরীরে ১০ রকমের আঘাতের চিহ্ন। ‘মহিলা চিকিৎসকের শরীরের নানা জায়গায় একাধিক আঘাত । ২ পা থেকেই রক্তপাত, মুখ, পেটে আঘাতের চিহ্ন। শরীরে মিলল নখের আঘাতের চিহ্ন। বিছানায় ছড়িয়ে রক্ত, ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল চুল। মৃতার গোপনাঙ্গ থেকেও রক্তপাত, সূত্র হাসপাতাল । মহিলা চিকিৎসকের ঠোঁট, ডান হাত, গোড়ালিতে আঘাতের চিহ্ন। মহিলা চিকিৎসকের অনামিকাতেও ক্ষত চিহ্ন। ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণে ছত্রে ছত্রে নির্যাতনের। বিবস্ত্র অবস্থায় দেহ উদ্ধার, ঊর্ধাঙ্গে ছিল না পোশাক, কিছু দূরে নিম্নাঙ্গের পোশাক। হাসপাতালেই অকথ্য অত্যাচার করে চিকিৎসক খুন, জানতেই পারল না কেউ! মহিলা চিকিৎসকের পরিচিতই আততায়ী, প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। ’সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে’, আর জি করের ঘটনায় বললেন সলিল ভট্টাচার্য।</p>
Source link