<p><strong>কলকাতা :</strong> আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে বিজেপির থানা ঘেরাও অভিযান ঘিরে তুলকালাম কাণ্ড বাধল। ঘোলায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পথে নেমে ব্যারিকেড ভাঙলেন বিজেপি কর্মীরা। নন্দীগ্রাম থেকে শুরু করে উত্তেজনা ছড়াল শিলিগুড়ি, মাথাভাঙা, কোচবিহারে। বেহালায় পুলিশের সঙ্গে বচসা বাধল রূপা গঙ্গোপাধ্যায়ের। পথে নামলেন দিলীপ ঘোষ, <a title="অর্জুন সিং" href="https://bengali.abplive.com/topic/arjun-singh" data-type="interlinkingkeywords">অর্জুন সিং</a>হরাও।</p>
<p>কোথাও ভাঙা হল ব্যারিকেড। কোথাও স্লোগান দিতে দিতে থানায় ঢুকে পড়লেন বিক্ষোভকারীরা। কোথাও জাতীয় সড়কে জ্বলল আগুন।আরজি কর-কাণ্ডের প্রতিবাদে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ঘিরে জেলায় জেলায় দেখা গেল এরকমই ধুন্ধুমার ছবি।</p>
<p>উত্তর ২৪ পরগনার ঘোলায় <a title="শুভেন্দু অধিকারী" href="https://bengali.abplive.com/topic/suvendu-adhikari" data-type="interlinkingkeywords">শুভেন্দু অধিকারী</a>র নেতৃত্বে পথে নামেন বিজেপি নেতা-কর্মীরা। ব্যারিকেড ভেঙে এগিয়ে যান বিক্ষোভকারীরা। বিরোধী দলনেতা বলেন, "ভারতীয় জনতা পার্টি মায়েদের-নারীদের সম্মান ও সম্ভ্রমের জন্য অঙ্গীকারবদ্ধ। এ জিনিস মেনে নেওয়া যায় না। বাংলা-বাঙালির লজ্জা। মুখ দেখানোর জায়গা নেই।"<br /><strong><br /></strong>বেহালা থানার সামনে পুলিশের সঙ্গে বচসা বেধে যায় বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের। মেদিনীপুরে জেলা পার্টি অফিস থেকে কালেক্টরেট মোড় পর্যন্ত মিছিল করেন <a title="দিলীপ ঘোষ" href="https://bengali.abplive.com/topic/dilip-ghosh" data-type="interlinkingkeywords">দিলীপ ঘোষ</a>।</p>
<p>নন্দীগ্রামে গেট ঠেলে থানায় ঢুকে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। পুলিশ-র‍্যাফের সঙ্গে চলে ধস্তাধস্তি। বিজেপি তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাদ পাল বলেন, "আমাদের গেট বন্ধ করে দিচ্ছে কেন? আমরা তো এখানে কোনওরকম মারামারি করার জন্য আসিনি। থানার যদি তারা গেট লাগিয়ে রাখে, তার জন্য তো থানা দায়ী। এর জন্য তো ভারতীয় জনতা পার্টি দায়ী নয়।"</p>
<p>হুগলির চুঁচুড়া থানাতেও গেট ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। যার জেরে বেধে যায় ধস্তাধস্তি। জলপাইগুড়ি, শিলিগুড়ি থেকে কোচবিহারেও তৈরি হয় তুলকালাম পরিস্থিতি।</p>
<p>এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "বিজেপি শাসিত বা বাম শাসিত কোনও রাজ্যে কোনও এই ধরনের সামাজিক ব্যাধির ঘটনায় কোনও মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন কি না, সরকার পদত্যাগ করেছে কি না দেখান…তারপর এইসব নিয়ে নাটক করতে আসবে।"<strong><u><br /></u></strong><br />শুক্রবারই শ্যামবাজারে বিজেপির ধর্না-অবস্থান তৃতীয় দিনে পড়ল। এদিন সেখানে উপস্থিত ছিলেন শুভেনদু অধিকারী, সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়, শমীক ভট্টাচার্যরা। <strong><u><br /></u></strong><br />আদালতের অনুমতিতে রবিবার পর্যন্ত শ্যামবাজারে বিজেপির ধর্না চলবে।</p>
<p><strong>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে" href="https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y" target="_blank" rel="nofollow noopener">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে</a></strong></p>
Source link
ভাঙা হল ব্যারিকেড, জাতীয় সড়কে জ্বলল আগুন ; বিজেপির থানা ঘেরাও অভিযান ঘিরে তুলকালাম রাজ্যজুড়ে
Read Time:5 Minute, 28 Second