‘গভীর ষড়যন্ত্র’, গ্রেফতার হয়ে বললেন কলতান, ‘TMC-র সঙ্গে গোপন সম্পর্ক বামেদের’, বলছে BJP

Estimated read time 1 min read
Listen to this article


কলকাতা: আর জি কর কাণ্ডে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের উপর হামলার ষড়যন্ত্র চলছে বলে একদিন আগেই সামনে আসে ভাইরাল অডিও। সেই মামলার তদন্তে নেমে এবার CPM-এর যুব সংগঠন DYFI নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতেই সঞ্জীব দাস নামের একজনকে গ্রেফতার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গিয়েছে, তার নিরিখেই কলতানকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। (RG Kar Viral Audio Case)

শনিবার সকালে গ্রেফতার করা হয়। তাঁকে নিয়ে আসা হয় ইলেকট্রনিক্স কমপ্লেক্সে। সেখানে এবিপি আনন্দের মুখোমুখি হয়ে কলতান বলেন, “কেন গ্রেফতার করা হয়েছে, এখনও পুলিশের নির্দিষ্ট ভাবে জানানো হয়নি। তবে নিশ্চিত ভাবে কোনও ষড়যন্ত্র আছে। নির্যাতিতার বিচারের আসল ঘটনাকে আড়াল করতেই এটা করা হয়েছে বলে আমার ধারণা।” কলতান জানিয়েছেন, গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। (Kalatan Dasgupta Arrested)

কলতানের গ্রেফতারিতে CPM-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “১৪ তারিখ যেভাবে ভাঙচুর হয়, তার নেপথ্যএ শাসক এবং প্রশাসনের মদত স্পষ্ট হয়ে ওঠে। পারেনি, লোকের কাছে ধরা পড়ে গিয়েছে। আন্দোলনের মুখ ঘুরিয়ে দিতে হবে, কাউকে না কাউকে অপরাধী করতে হবে, যারা আন্দোলনকে সমর্থন করছে। চাপিয়ে দেওয়া প্রচেষ্টা। যথাযত তদন্ত হোক। বোঝা যাবে, AI নির্ভর একটা ষড়যন্ত্র হয়েছে, সেই মতো চিত্রনাট্য তৈরি হয়েছে। আন্দোলনকে ভেঙে দিতে, পুলিশ-প্রশাসনকে ব্যবহার করে এই ষড়যন্ত্র হয়েছে। এটা গভীর ষড়যন্ত্র, কোনও ,সন্দেহ নেই। AI ব্যবহার করে বদনাম করছে।”

রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “তৃণমূলের সঙ্গে CPM-এর এবং বিশেষ করে অতি বামেদের অত্যন্ত গোপন সম্পর্ক আছে। তাদের প্রেম সর্বজনবিদিত। বাংলার মাটিতে দাঁড়িয়ে পরস্পরের বিরুদ্ধে তদন্ত করে আর দিল্লিতে একসঙ্গে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত বন্ধ করতে, ED-CBI তদন্তকে কালিমালিপ্ত করতে, সংসদ থেকে ওয়াকআউট করেন, মিছিলে হাঁটেন, ধর্না দেন। ২০১১ সালে তৃণমূল যখন ক্ষমতায় আসে মাওবাদীদের সঙ্গে তাদের সম্পর্ক মানুষ জানে। এই আন্দোলন সর্বব্যাপী, স্বতঃস্ফূর্ত আন্দোলন। মানুষ রাজনীতি ভুলে নেমেছেন। এমন পরিস্থিতি অতি বামরা সক্রিয় হতে চাইছেন, ভেসে থাকতে চাইছেন। আন্দোলনের গতিকে অন্য দিকে ঘোরানোর চেষ্টা করছেন, তাই উত্তরপ্রদেশ, গুজরাতের প্রসঙ্গ টানছেন। বিজেপি-র দেওয়ালে এঁকে দিচ্ছেন কাস্তে-হাতুড়ি।”

কলতানের গ্রেফতারি নিয়ে কুণাল মুখ খুলেছেন সোশ্যাল মিডিয়ায়। বামেদের তরফে যে ষড়যন্ত্রের অভিযোগ উঠছে, তা নিয়ে লেখেন, ‘তৃণমূলের বিরুদ্ধে যা বলবেন, দেখাবেন, সব সত্যি! আর বিরোধীদের অডিও বেরোলে চক্রান্ত? অডিও তো ওদের শিবির থেকেই বাইরে। সুজনদারা বলুন, গলা কলতানের কি না? সরকারকে বিপাকে ফেলতে জুনিয়র ডাক্তারদের ধর্নায় যারা অন্তর্ঘাতমূলক হামলার চক্রান্ত করেছিল, তাদের চক্রান্ত ফাঁস বলে রাগ’। সবমিলিয়ে কলতানের গ্রেফতারিতে তরজা শুরু হয়েছে।

আরও পড়ুন: RG Kar Viral Audio Case: ‘গভীর ষড়যন্ত্র’, গ্রেফতার হয়ে বললেন কলতান, ‘TMC-র সঙ্গে গোপন সম্পর্ক বামেদের’, বলছে BJP

আরও দেখুন





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours