NOW READING:
RG Kar Case: আরজি করে নির্যাতিতা পরিবার পেল ডেথ সার্টিফিকেট, বাড়িতে এসে দিয়ে গেলেন স্বাস্থ্যসচিব
March 19, 2025

RG Kar Case: আরজি করে নির্যাতিতা পরিবার পেল ডেথ সার্টিফিকেট, বাড়িতে এসে দিয়ে গেলেন স্বাস্থ্যসচিব

RG Kar Case: আরজি করে নির্যাতিতা পরিবার পেল ডেথ সার্টিফিকেট, বাড়িতে এসে দিয়ে গেলেন স্বাস্থ্যসচিব
Listen to this article


বরুণ সেনগুপ্ত: দীর্ঘ ৮ মাসের প্রতীক্ষার অবসান। আরজি করে নির্যাতিতা পরিবার হাতে পেল ডেথ সার্টিফিকেট। বুধবার সোদপুর নাটাগড়ের বাড়িতে এসে দিয়ে গেলেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। নিহত তরুণী চিকিৎসকের পরিবার একাধিকবার দাবি জানিয়েছিল যে, ওই নথি তাঁদের কাছে নেই। অবশেষে ডেথ সার্টিফিকেট পেলেন তাঁরা। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

নির্যাতিতার বাবা বলেছেন, ‘আমার মেয়ের অরিজিনাল ডেথ সার্টিফিকেটের কপিটা আজকে দিয়ে গেলেন স্বাস্থ্যসচিব । তিনি এও বলে গিয়েছেন যে, পরবর্তী কালে অন্য কপি দরকার হলে এমএসভিপি তা দিয়ে দেবেন। আমাদের কাছে সার্টিফিকেট এর লিংকও এসে গিয়েছে। চাইলে সেখান থেকেও আমরা প্রিন্ট আউট বের করে নিতে পারব। গত বছর সেপ্টেম্বর থেকেই ফোন করে চেষ্টা করছিলাম ডেথ সার্টিফিকেট পাওয়ার। চলতি মাসের ৩১ জানুয়ারি আমরা এই বিষয়ে লিখিত জমা দিই। এরপর থেকেই গত কয়েক মাস ধরে আমরা দৌড়াদৌড়ি করেছি। কখনও আরজিকর তো কখনও স্বাস্থ্য ভবন, আবার কখনও কলকাতা পুরসভার বোরো অফিস। আজ সন্ধ্যে ৬টা ৪০ মিনিট নাগাদ সার্টিফিকেট হাতে পেলাম।’
 
গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়। ঘটনায় সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ার দোষী সাব্যস্ত হয়। তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। হাইকোর্টের নির্দেশে আরজি করে তরুণী চিকিত্‍সকের খুন ও ধর্ষণের তদন্তে নামে সিবিআই।ঘটনার প্রতিবাদের ঢেউ গোটা দেশে ছড়িয়ে পড়েছিল। এমনকী দেশের বাইরেও। বিচারের দাবিতে দীর্ঘদিন অনশন এবং কর্মবিরতি চালিয়ে গিয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা। 

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য রবিবার আর চলবে না মেট্রো! এই লাইনে…

আরও পড়ুন: বাংলাদেশিরা নেই, ব্যবসাও নেই! ধর্মতলার সরগরম পরিবহণ অফিস এখন কাপড় বেচছে…

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link