ফরেন্সিক পরীক্ষাতেই সঞ্জয়ের বিরুদ্ধে প্রমাণ, ফাঁসি অথবা যাবজ্জীবনের সাজা হবে, জানিয়ে দিল আদালত
![ফরেন্সিক পরীক্ষাতেই সঞ্জয়ের বিরুদ্ধে প্রমাণ, ফাঁসি অথবা যাবজ্জীবনের সাজা হবে, জানিয়ে দিল আদালত ফরেন্সিক পরীক্ষাতেই সঞ্জয়ের বিরুদ্ধে প্রমাণ, ফাঁসি অথবা যাবজ্জীবনের সাজা হবে, জানিয়ে দিল আদালত](https://i1.wp.com/feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/18/ed52de025c60076d7b24a8e8782d555a1737194202916338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&w=991&resize=991,564&ssl=1)
কলকাতা: আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষী সাব্যস্ত ধৃত সঞ্জয় রায়। শনিবার শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেন। সোমবার সঞ্জয়ের সাজা ঘোষণা বলে জানিয়েছে আদালত। শুধু তাই নয়, সঞ্জয়কে ফাঁসি অথবা যাবজ্জীবনের সাজা দেওয়া হতে পারে বলেও জানিয়েছেন বিচারক। (RG Kar Verdict)
আর জি কর কাণ্ডের ১৬২ দিন পর আজ রায় দিল আদালত। মোট তিনটি ধারায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়েছে-
- BNS 64 ধারা (ধর্ষণ): দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়।
- BNS 66 ধারা (ধর্ষণের সময় এমন আঘাত করা, যার জেরে মৃত্যু হতে পারে।
-
BNS 103 (1) (খুন): দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়।
এই মামলায় আগেই সঞ্জয়ের ফাঁসির সাজা দাবি করেছিল CBI. বিচারক কী সাজা দেন, তা বোঝা যাবে সোমবার। তবে CBI-এর তুলে ধরা তথ্যপ্রমাণে তিনি সন্তুষ্ট বলে জানান বিচারক। তিনি জানান, ৯ অগাস্ট রাতের সিসিটিভি ফুটেজে সঞ্জয়কে সেমিনার রুমে ঢুকতে এবং বেরোতে দেখা গিয়েছে। মোবাইলের টাওয়ারও বলছে তিনি হাসপাতালে ছিলেন। তাঁর নখের মধ্যে থেকে যে নমুনা পাওয়া গিয়েছে, তা নিহত তরুণীর দেহাংশের সঙ্গে মিলে গিয়েছে। (Sanjay Roy Convicted)
এদিন রায়ঘোষণার সময় ফের নিজেকে নির্দোষ বলে দাবি করে সঞ্জয়। তাকে বলতে শোনা যায়, “আমাকে ফাঁসানো হচ্ছে। আমি কিছু করিনি।” এর উত্তরে বিচারক বলেন, “আপনি ৯ অগাস্ট আর জি করে ঢোকেন। অন ডিউটি চিকিৎসককে আক্রমণ করেন, গলা টিপে ধরেন, মুখ চেপে ধরেন, যৌন নির্যাতন চালান। আপনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণি, অপরাধ প্রমাণিত। আপনাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। সর্বোচ্চ মৃত্যুদণ্ড অথবা সর্বনিম্ন যাবজ্জীবনের সাজা হতে পারে।”
এতে সঞ্জয় বলে, “আমার গলায় রুদ্রাক্ষের মালা রয়েছে। ধর্ষণ করলে সেটি কি ছিঁড়ে যেত না?” পাল্টা বিচারক বলেন, “CBI যা প্রমাণ দিয়েছে, সেই দেখেই আপনি দোষী সাব্যস্ত। শাস্তি আপনাকে পেতেই হবে।” ফের সঞ্জয় বলে, “প্লিজ আমার কথা শুনুন। আমি কিছু করিনি। আইপিএস অফিসাররা যা বলেছেন করেছি।” তাতে বিচারক বলেন, “সোমবার আপনার কথা শুনবেন।” তবে সঞ্জয়কে যে শাস্তি পেতেই হবে, তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিচারক।
এই মামলায় সঞ্জয় ছাড়া আরও কেউ ছিল কি না, সেই প্রশ্ন এখনও রয়ে যাচ্ছে। পরিবার সেই নিয়ে সুপ্রিম কোর্টেও গিয়েছে। যদি ধর্ষণ এবং খুনের ঘটনা সঞ্জয় একাই ঘটিয়েছে বলে মত কেন্দ্রীয় গোয়েন্দাদের। এই ঘটনায় তথ্যপ্রমাণ লোপাট নিয়েও অভিযোগ-অনুযোগ রয়ে যাচ্ছে। পাশাপাশি, রয়েছে দুর্নীতির প্রশ্নও।
আরও দেখুন