NOW READING:
‘এরমধ্যে ওকে এনকাউন্টারে না মেরে দেয়’, সঞ্জয়কে নিয়ে আশঙ্কাপ্রকাশ সেলিমের
January 20, 2025

‘এরমধ্যে ওকে এনকাউন্টারে না মেরে দেয়’, সঞ্জয়কে নিয়ে আশঙ্কাপ্রকাশ সেলিমের

‘এরমধ্যে ওকে এনকাউন্টারে না মেরে দেয়’, সঞ্জয়কে নিয়ে আশঙ্কাপ্রকাশ সেলিমের
Listen to this article



<p>RG Kar Update: আর জি কর-মামলায় চিকিৎসক ধর্ষণ-খুনে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড। আর জি কর-মামলার (RG Kar Case)&nbsp; রায়ের পর মুখ খুললেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।</p>
<p>’সমাজে ধর্ষকদের কোনও জায়গা নেই, ফাঁসিই একমাত্র পথ যদি পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ তাঁর বিরুদ্ধে যায়। করদাতাদের টাকা নষ্ট করে কাউকে জেলবন্দি করে রাখার কোনও অর্থ নেই। সঞ্জয়ের মতো ধর্ষকের পিছনে গুচ্ছ গুচ্ছ টাকা খরচ করা অর্থহীন’, ঘনিষ্ঠ মহলে প্রতিক্রিয়া&nbsp;অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ‘সাম্প্রতিক অতীতে কলকাতা ও রাজ্য পুলিশ প্রশংসনীয়ভাবে এই ধরণের একের পর এক মামলায় ১ থেকে ২ মাসের মধ্যে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করেছে। দোষীদের প্রত্যেকের ফাঁসির সাজা হয়েছে, কিন্তু আর জি কর মেডিক্যালের ক্ষেত্রে তা হল না’, ঘনিষ্ঠ মহলে প্রতিক্রিয়া ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদের।</p>



Source link