NOW READING:
আর জি করের ঘটনায় অভিনব প্রতিবাদ রায়গঞ্জের চিকিৎসকের
August 30, 2024

আর জি করের ঘটনায় অভিনব প্রতিবাদ রায়গঞ্জের চিকিৎসকের

আর জি করের ঘটনায় অভিনব প্রতিবাদ রায়গঞ্জের চিকিৎসকের
Listen to this article



<p>ABP Ananda Live: এবারে চেম্বারে বসেই প্রতিবাদ রায়গঞ্জের সিনিয়র চিকিৎসকের। আর জি কর কাণ্ডে রায়গঞ্জ শহরে অভিনব প্রতিবাদ। প্রেসক্রিপশনে ওষুধ লিখে দেওয়ার পাশাপাশি ব্যবহার করছেন ‘জাস্টিস ফর আরজি কর’ লেখা সিল বা স্টিকার। আর জি কর-কাণ্ডে এবার কুণাল ঘোষের নিশানায় টালিগঞ্জের স্টুডিওপাড়ার একাংশ ।’পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে মুম্বইয়ে ছবি তৈরি হয়েছে, কী করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি?’ । ‘বিশেষ করে সেই সমস্ত প্রযোজক, পরিচালক, অভিনেতা, যাঁরা তৃণমূলের পদাধিকারী…”…যাঁরা ক্ষমতার ছত্রচ্ছায়ায় রয়েছেন, মমতা-অভিষেকের সঙ্গে মঞ্চ ভাগ করছেন’ । বাংলার বিরুদ্ধে এই অপপ্রচার রুখতে তাঁরা কী করছেন? প্রশ্ন কুণালের। পশ্চিমবঙ্গ ‘ছাত্র সমাজে’র আহ্বায়ক সায়ন লাহিড়িকে জেল থেকে মুক্তির নির্দেশ। নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। ‘শনিবার, দুপুর দুটোর মধ্যে তাঁকে জেল থেকে মুক্ত করতে হবে’, নির্দেশ হাইকোর্টের বিচারপতির। এই মামলার শুনানিতে রাজ্য সরকারকে একাধিক প্রশ্নবানে বিদ্ধ করে কলকাতা হাইকোর্ট। আর জি কর-কাণ্ডের আবহেই এবার পূর্ব মেদিনীপুরের ৯৩জন চিকিৎসককে নোটিস। পূর্ব মেদিনীপুরের ৯৩জন চিকিৎসককে নোটিস জেলা স্বাস্থ্য আধিকারিকের। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ১৩ অগাস্ট মিছিল করায় নোটিস, দাবি IMA-র। ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট অ্যাক্ট ভাঙার জন্য ৯৩জন চিকিৎসককে নোটিস।</p>



Source link