NOW READING:
আর জি কর মেডিক্যাল কলেজের সাপ্লায়ার বিপ্লবের বাড়িতেও সিবিআই
August 25, 2024

আর জি কর মেডিক্যাল কলেজের সাপ্লায়ার বিপ্লবের বাড়িতেও সিবিআই

আর জি কর মেডিক্যাল কলেজের সাপ্লায়ার বিপ্লবের বাড়িতেও সিবিআই
Listen to this article


RG Kar Update: আর জি কর মেডিক্যালের ফরেন্সিক বিভাগের আধিকারিকের বাড়িতেও সিবিআই। আধিকারিক দেবাশিস সোমের বাড়িতে সিবিআই আধিকারিকরা। আখতার আলির অভিযোগপত্রে নাম ছিল দেবাশিস সোমের। সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ির বাইরে সিবিআই টিম। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে সন্দীপ ঘোষের বাড়ির বাইরে তদন্তকারীরা। কেন্দ্রীয় বাহিনী ছাড়াও এলাকায় আছে কলকাতা পুলিশের একটি দল। নিরাপত্তার খাতিরে এলাকা ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বেশ কয়েকবার কলিংবেল বাজালেও সাড়া দিচ্ছেন না কেউ। সন্দীপ ঘোষের নাম ধরে দরজা বাজিয়ে বেশ কয়েকবার তাঁকে ডাকা হয়েছে। সকাল ৬.৪৫ নাগাদ সিবিআই পৌঁছেছে সন্দীপ ঘোষের বাড়ির সামনে। গতকালও আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সব মিলিয়ে গত ৯ দিনে সন্দীপ ঘোষকে ১০০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। আর জি কর-কাণ্ড থেকে শিক্ষা নিয়ে এবার জেলায় জেলায় সরকারি হাসপাতালগুলিতে জোরদার করা হল নিরাপত্তা। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, দেখা গেল একই ছবি। কোথাও নামানো হল উইনার্স টিম। আবার কোথাও নিরাপত্তার স্বার্থে তৈরি করা হল বিশেষ অ্যাপ।



Source link