# Tags
#Blog

RG কর হাসপাতালে চিকিৎসকের খুনের প্রতিবাদে হাসপাতালে-হাসপাতালে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা

RG কর হাসপাতালে চিকিৎসকের খুনের প্রতিবাদে হাসপাতালে-হাসপাতালে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা
Listen to this article



<p>ABP Ananda LIVE: আর জি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে, হাসপাতালে-হাসপাতালে কর্মবিরতি চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। সহকর্মীর মর্মান্তিক পরিণতির পর, তাঁদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েও, জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে আবেদন জানিয়েছে আদালত। প্রধান বিচারপতি বলেন, "আন্দোলনরত চিকিৎসকদের আবেগকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। তাঁদের এক সহকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যে নৃশংসতার সঙ্গে এই ঘটনা ঘটেছে তাতে চিকিৎসকদের এই অবস্থানকে অন্যায্য বলা যায় না।" অন্যদিকে আজ আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে আর জি কর হাসপাতালে যান অপর্ণা সেন, পল্লব কীর্তনিয়ার মতো সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। অপর্ণা বলেন, কলকাতার নাগরিক হিসেবে তিনি লজ্জিত।</p>
<p>হাইকোর্টের নির্দেশের পরেই আর জি করকাণ্ডের তদন্তে CBI, টালা থানায় পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী দল। আরজিকর কাণ্ডে CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির। আদালতের পর্যবেক্ষণে আর জি কর কাণ্ডে CBI তদন্তের নির্দেশ। আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুন, CBI তদন্তের নির্দেশ। পুলিশ-হাসপাতালের ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট, CBI তদন্তের নির্দেশ। কলকাতা পুলিশের কেস ডায়েরিতে সন্তুষ্ট নয় হাইকোর্ট, CBI নির্দেশ। রবিবার পর্যন্ত পুলিশকে সময় মুখ্যমন্ত্রীর, তার আগেই হাইকোর্টের CBI নির্দেশ। রবিবার পর্যন্ত পুলিশকে সময় মুখ্যমন্ত্রীর, তার আগেই হাইকোর্টের CBI নির্দেশ। কলকাতা পুলিশের হাত থেকে আর জি কর মামলা গেল CBI-এর হাতে। প্রথমেই কেন খুনের মামলার বদলে অস্বাভাবিক মৃত্যুর মামলা? পুলিশ-হাসপাতালের ভূমিকায় প্রশ্ন, মামলা গেল CBI-এর হাতে। পরবর্তী শুনানির দিন রাজ্যকে তদন্তের অগ্রগতি রিপোর্ট দিতে নির্দেশ। ‘৫ দিন পরেও তদন্তে উল্লেখযোগ্য কোনও পদক্ষেপ নেই’, এখনই CBI-কে কেস ডায়েরিকে হস্তান্তরের নির্দেশ হাইকোর্টের। ৩ সপ্তাহ পরে রাজ্য সরকারের রিপোর্ট তলবের নির্দেশ প্রধান বিচারপতির। ABP Ananda LIVE</p>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal