# Tags
#Blog

কর্মবিরতির সিদ্ধান্তে অনড় পড়ুয়ারা, আগামীকাল গণকনভেনশনের ডাক

কর্মবিরতির সিদ্ধান্তে অনড় পড়ুয়ারা, আগামীকাল গণকনভেনশনের ডাক
Listen to this article


কলকাতা: কর্মবিরতি যে চলবে তা আবারও স্পষ্ট করে দিলেন আর জি কর মেডিক্যালের (RG Kar Protest) পড়ুয়া চিকিৎসকরা। সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার পাশাপাশি, বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করলেন তাঁরা। সোমবার কলকাতা মেডিক্যাল কলেজে ডাক দেওয়া হয়েছে গণ কনভেনশনের।         

গণ কনভেনশনের ডাক: আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের ঘটনার পর, সব মহল থেকেই অভিযোগের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। অভিযোগ, ঘটনার এত দিন পরও সন্দীপ ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ তো দূর, কোনও পদক্ষেপই করেনি রাজ্য সরকার। এই নিয়ে চরম ক্ষুব্ধ আর জি কর মেডিক্যালের আন্দোলনকারী পড়ুয়ারা। পাশাপাশি এদিন উঠে এসেছে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিও। আগামীকাল বেলা ৩টে কলকাতা মেডিক্যাল কলেজে গণ কনভেনশনের ডাক দেওয়া হয়েছে।  ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের দাবি, ধর্ষণ ও হত্যায় জড়িতদের অবিলম্বে দৃশান্তমূলক শাস্তি দিতে হবে। সন্দীপ ঘোষকে স্বাস্থ্যশিক্ষা বিভাগে সব পদ থেকে সাসপেন্ড করতে হবে। কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে অপসারিত করতে হবে। যাঁরা এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার কাজে জড়িত, তাদের তদন্তের আওতায় আনতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে। 

আন্দোলনকারী পড়ুয়া দেবাশিস হালদার বলেন, “আমরাও কাজে যোগদান করতে চাইছি। কিন্তু, বিচার পাওয়ার প্রশ্নে যারা বাধা সৃষ্টি করছে তারা যদি সক্রিয় থাকে তাহলে কীভাবে আমরা ফিরব? ৯ আগস্টের নারকীয় ঘটনায় জড়িত দোষীদের চিহ্নিত করা এবং এই ঘৃণ্য ঘটনার মোটিভ এখনও আমাদের কাছে অজানা। তাই দোষীরা হয় তো প্রকাশ্য়ে ঘুরে বেড়াচ্ছে। ফলত আমরা কেউই নিরাপদ নই। অতি দ্রুত দোষীদের শনাক্তকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মহামান্য় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী কলকাতা পুলিশ-প্রশাসন সম্পূর্ণ রূপে ব্য়র্থ। এই ব্য়র্থতার দায় নিয়ে পুলিশ কমিশনারকে পদত্য়াগ করতে হবে এবং প্রয়োজনে তাঁকেও বিচার ও তদন্তের আওতায় আনতে হবে।”

আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় যখন তোলপাড় গোটা দেশ। একইসঙ্গে বিজেপিশাসিত মহারাষ্ট্র এবং অসম থেকেও কোথাও নাবালিকা পড়ুয়াকে যৌন নির্যাতন, তো কোথাও গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই প্রেক্ষাপটে এদিন নারী নির্যাতন নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী। এদিন নরেন্দ্র মোদি বলেন, “দেশের যে কোনও রাজ্য়ের মা-বোনেদের কষ্ট, তাঁদের রাগ আমি বুঝতে পারছি। আমি আরও একবার দেশের সমস্ত রাজনৈতিক দলকে বলব এবং রাজ্য় সরকারকে বলব যে মহিলাদের বিরুদ্ধে অপরাধ ক্ষমার অযোগ্য় পাপ। দোষী যে কেউ হোক, তাকে যেন রেয়াত করা না হয়। এই অপরাধ ঘটাতে যে সাহায্য় করেছে তাকেও যেন কোনওভাবে রেয়াত করা না হয়। হাসপাতাল হোক, স্কুল হোক, দফতর হোক কিংবা পুলিশ ব্য়বস্থা, যে স্তরেই গাফিলতি হোক না কেন, তার বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়া উচিত।”

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: R G Kar News: আরজি কর কাণ্ডে নবান্ন অভিযানের ডাক ‘ছাত্র সমাজ’-এর, কড়া পুলিশি বন্দোবস্ত গঙ্গার দুই পাড়ে

 

 

 

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal