<p>আর জি করকাণ্ডের প্রতিবাদ সভা যাদবপুরে কার্মেল হাইস্কুল, ডায়োসেশন সহ বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা। আর জি করকাণ্ডের প্রতিবাদে প্রাক্তন আইপিএসদের সভা। গত এক মাসের ওপর রাজ্যজুড়ে প্রতিবাদের স্বর আরও উঁচু হয়েছে। অন্তরালে রয়েছে কারা, প্রভাবশালী আবার কারা। এমন স্লোগান লেখা প্ল্যাকার্ড তুলে ধরে, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন দক্ষিণ কলকাতার একাধিক স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা। মৌন মিছিল করে নিহত নির্যাতিতার পরিবারের জন্য বিচার চাইলেন মায়েরা। গড়িয়াহাট ট্রাম ডিপো থেকে শুরু হয় মিছিল। গোলপার্ক ঘুরে গড়িয়াহাট ট্রাম ডিপোতেই তা শেষ হয়। </p>
<p>এর আগে দেখা গিয়েছিল আর জি কর মেডিক্য়াল কলেজে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে পথে নামল জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টরস্। অন্য়দিকে রাজ্য়ের বিভিন্ন প্রান্তের রোগীদের পরিষেবা দিতে টেলি মেডিসিন পরিষেবা চালু হল আর জি করে। </p>
Source link
চারিদিকে আর জি কর কাণ্ডের প্রতিবাদ, পথে নামলেন যাদবপুরের বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা

+ There are no comments
Add yours