NOW READING:
‘আর অন্ধকার দেখতে চাই না’, সু্প্রিম কোর্টের রায়ে আলোর প্রতিফলন দেখার আশায় শঙ্কর
September 9, 2024

‘আর অন্ধকার দেখতে চাই না’, সু্প্রিম কোর্টের রায়ে আলোর প্রতিফলন দেখার আশায় শঙ্কর

‘আর অন্ধকার দেখতে চাই না’, সু্প্রিম কোর্টের রায়ে আলোর প্রতিফলন দেখার আশায় শঙ্কর
Listen to this article



<p>শিলিগুড়িতে ভোর দখল। আর জি কর কাণ্ডে বিচার চেয়ে রাত থেকে ভোর পর্যন্ত রাস্তায় মানুষ। মোমবাতির আলোয়, রঙে-রেখায় গানে-স্লোগানে চলল প্রতিবাদ। ‘আর অন্ধকার দেখতে চাই না’, সু্প্রিম কোর্টের রায়ে আলোর প্রতিফলন দেখার আশায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।</p>
<p>কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত জাগলেন মানুষ। রাতভর ধর্নায় ছিলেন আর জি কর মেডিক্যালের চিকিৎসক ও পড়ুয়ারা। এই আশ্বিনে দুর্গার ছবিতে আঁকা হল প্রতিবাদের বোধন।</p>
<p>সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানির আগেই ফের রাত দখল। কলকাতা থেকে জেলা। চিকিৎসককে ধর্ষণ-খুনের বিচারের দাবিতে রাজপথে জনগণের গর্জন। গান-কবিতা, পথনাটিকা, রং-তুলি, মোমবাতি-মশাল জ্বেলে হল প্রতিবাদ। রাজপথ হয়ে উঠল ক্য়ানভাস। শহর থেকে শহরতলি ও জেলায় জেলায় প্রতিবাদে সামিল হলেন বিদ্বজ্জন থেকে সাধারণ মানুষ।&nbsp;</p>
<p>কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত জাগলেন মানুষ। রাতভর ধর্নায় ছিলেন আর জি কর মেডিক্যালের চিকিৎসক ও পড়ুয়ারা। এই আশ্বিনে দুর্গার ছবিতে আঁকা হল প্রতিবাদের বোধন।</p>
<p>&nbsp;</p>



Source link