NOW READING:
আজ আর জি কর মামলার শুনানি, কেস ডায়েরি জমা দেবে CBI?
March 28, 2025

আজ আর জি কর মামলার শুনানি, কেস ডায়েরি জমা দেবে CBI?

আজ আর জি কর মামলার শুনানি, কেস ডায়েরি জমা দেবে CBI?
Listen to this article



<p>ABP Ananda Live: কলকাতা হাইকোর্টে আজ ফের আর জি কর মামলার শুনানি। আদালতের নির্দেশমতো CBI-এর আজ কেস ডায়েরি পেশ করার কথা। নতুন করে তদন্ত চেয়ে সুুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অভয়ার মা-বাবা। সেই আবেদনের প্রেক্ষিতে, সর্বোচ্চ আদালতের অনুমতিতে গত সোমবার থেকে শুরু হয়েছে শুনানি প্রথম দিনই আদালতে একগুচ্ছ প্রশ্নের মুখে পড়েছিল CBI।</p>
<p><strong>অক্সফোর্ডের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় বিশৃঙ্খলা</strong></p>
<p>অক্সফোর্ডের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় বিশৃঙ্খলা। বাংলায় শিল্প প্রস্তাবনা নিয়ে বলার সময় সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া প্রসঙ্গ তোলেন SFI সমর্থকরা। কেউ চলে যায়নি,পাল্টা দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, দয়া করে এখানে রাজনীতি করবেন না। রাজনীতি করতে হলে রাজ্যে গিয়ে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই শক্তিশালী করুন।</p>



Source link