NOW READING:
বন্যাদুর্গতদের জন্য তৈরি ক্লিনিকেও এবার উঠল ‘জাস্টিস ফর আরজি কর’ স্লোগান
September 23, 2024

বন্যাদুর্গতদের জন্য তৈরি ক্লিনিকেও এবার উঠল ‘জাস্টিস ফর আরজি কর’ স্লোগান

বন্যাদুর্গতদের জন্য তৈরি ক্লিনিকেও এবার উঠল ‘জাস্টিস ফর আরজি কর’ স্লোগান
Listen to this article


প্রতিবাদ জারি রাখার পাশাপাশি বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছেন আর জি কর সহ অন্যান্য় হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। এবার সেই ক্লিনিকেও উঠল জাস্টিস ফর আরজি কর স্লোগান।

মানুষের পাশে দাঁড়াতে কুমোরটুলি থেকে যে ক্লিনিকের সূচনা, তাই এবার জেলায় জেলায়। প্রতিবাদ জারি রাখার পাশাপাশি বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছেন আর জি কর সহ অন্যান্য় হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। এবার সেই ক্লিনিকেও উঠল জাস্টিস ফর আরজি কর স্লোগান।  

বন্যা কবলিত পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কনকপুরে রবিবাসরীয় সকালে খোলা হয় ক্লিনিক। আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক, নার্স মিলিয়ে ৪০ জনের দল এদিন এলাকায় আসেন। ২টি দলে ভাগ হয়ে ক্যাম্প করা হয় ২ জায়গায়। হাওড়ার উদয়নারায়ণপুরে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন জুনিয়র ডাক্তাররা। রবিবার দুপুরে জুনিয়র ডক্টরস ফ্রন্ট এর উদ্যোগে আর জি কর হাসপাতালের ১৫ জন চিকিৎসক উদয়নারায়ণপুরের হরালি গ্রামে স্বাস্থ্য পরিষেবা দেন। এদিন সকাল থেকেই ক্লিনিকে ভিড় করেন অসংখ্য সাধারণ মানুষ। বিচারের দাবিতে, সরব হন তাঁরাও।



Source link