<p><strong>কলকাতা:</strong> এবার তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও তৃণমূল কাউন্সিলর সোমনাথ দে-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন নিহত চিকিৎসকের মা-বাবা। দুপুরে হাসপাতালে গেলেও, বাড়িতে দেহ নিয়ে ঢোকা পর্যন্ত পরিবারের সঙ্গে একবারের জন্যও কাউন্সিলর ও বিধায়ক যোগাযোগ করেননি বলে অভিযোগ। অন্যদিকে, ওই দিনই দীর্ঘ সময় আর জি কর হাসরপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে তাঁরা বৈঠক করেছিলেন বলেও অভিযোগ তুলেছে অভয়ার পরিবার।</p>
<p>আর জি কর-কাণ্ডে, পানিহাটির তৃণমূল বিধায়ক ও তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, ফের চাঞ্চল্য়কর অভিযোগ তুলল নিহত চিকিৎসকের পরিবার। ৯ অগাস্ট সকালে, আর জি কর মেডিক্যাল কলেজের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল নিহত চিকিৎসকের মৃতদেহ। নিহতের পরিবার প্রথম থেকেই অভিযোগ করে আসছে, ওই দিন রাতে ভিড় সরিয়ে, তাড়াহুড়ো করে তাঁদের মেয়ের মৃতদেহ সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল। মৃতদেহের শেষকৃত্য়ের ক্ষেত্রেও অত্য়ন্ত তাড়াহু়ড়ো করা হয় বলে প্রথম থেকেই অভিযোগ তুলে আসছে নিহত চিকিৎসকের পরিবার। পানিহাটির তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে জোর করে সই করিয়ে নেওয়ানোর অভিযোগও তুলেছিলেন নিহত চিকিৎসকের মা-বাবা। শুধু কাউন্সিলর সোমনাথ দে-ই নন, ৯ অগাস্ট দুপুরে আর জি কর মেডিক্য়ালে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষও। গিয়েছিলেন নিহত চিকিৎসকের বাড়িতেও। শ্মশানেও উপস্থিত ছিলেন তিনি। তদন্ত চলাকালীন তাঁকে সিজিওতে ডেকে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদও করে সিবিআই।<br /><br />সোদপুরে দ্রোহের প্রজাতন্ত্রের মঞ্চ থেকে, ওই তৃণমূল কাউন্সিলর ও তৃণমূল বিধায়ককে নিয়ে ফের বিস্ফোরক অভিযোগ করলেন অভয়ার মা-বাবা। নিহত চিকিৎসকের বাবা বলেন, "জজ সাহেব বলেছেন আমাদের এই এলাকার যারা কমিশনার, প্রাক্তন কমিশনার এবং MLA, এই প্রাক্তন কমিশনার এবং ১৭ নম্বর ওয়ার্ডের কমিশনার (কাউন্সিলর) সোমনাথ দে, যাকে আমি ফোন করে ডেকে নিয়েছিলাম, আমার মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে, কী ঘটনা আমি তখন জানতাম না, যে ওরা অভিজ্ঞতা আছে ওদের ডেকে নিয়ে যাই কোনও সাহায্য আমি ওদের থেকে পাব এবং নির্মল ঘোষ তাঁর সঙ্গে ছিলেন এবং আমাদের এলাকার MLA একটি কথা আমার সঙ্গে খরচা করেননি। কিন্তু এরা সন্দীপ ঘোষের সঙ্গে জুবিলি বিল্ডিংয়ে দেড় ঘণ্টা ধরে মিটিং করেছে।” সন্ধের পর মেয়ের মৃতদেহের ময়নাতদন্ত করানোর পিছনেও তৃণমূলের জনপ্রতিনিধিদের হাত রয়েছে বলে সন্দেহ প্রকাশ করছেন নিহত চিকিৎসকের বাবা। তাঁর কথায়, "এই যে সেদিন সন্ধের পরে পোস্টমর্টেম হয়েছে, তার পিছনে এদেরও হাত আছে কিনা আমার সন্দেহ হচ্ছে। জজসাহেব এখানে বলেছেন এটাও একটা ক্রিমিনাল অফেন্স। এরাও তথ্যপ্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত। কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না?”<strong><br /><br /></strong>এই নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে এদিন পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ বলেন, "এবিষয়ে কোনও মন্তব্য নেই। আমরা চাই দোষীরা সর্বোচ্চ শাস্তি পাক।” তবে তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ আগেই উড়িয়ে দিয়েছেন পানিহাটির তৃণমূল বিধায়ক। তিনি বলেন, "আমার এলাকার মেয়ে, আমার এলাকার ডাক্তার। আমার এলাকার সব। আমি নিজের নৈতিক দায়িত্ব পালন করতে গিয়েছি।”<strong><br /></strong></p>
<p><strong>আরও পড়ুন: <a title="Republic Day 2025: সাধারণতন্ত্র দিবসে বিশেষ আকর্ষণ, রেড রোডে নজর কাড়ল রোবট কুকুর" href="https://bengali.abplive.com/district/republic-day-2025-red-road-celebration-robot-dog-catches-attention-1117349" target="_self">Republic Day 2025: সাধারণতন্ত্র দিবসে বিশেষ আকর্ষণ, রেড রোডে নজর কাড়ল রোবট কুকুর</a></strong></p>
Source link
তৃণমূল বিধায়ক-কাউন্সিলরের বিরুদ্ধে বিস্ফোরক, কী অভিযোগ নিহত চিকিৎসকের মা-বাবার?

+ There are no comments
Add yours