NOW READING:
ধর্না চালাতে চেয়ে আদালতের দ্বারস্থ চিকিৎসক সংগঠনকে মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের
December 26, 2024

ধর্না চালাতে চেয়ে আদালতের দ্বারস্থ চিকিৎসক সংগঠনকে মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের

ধর্না চালাতে চেয়ে আদালতের দ্বারস্থ চিকিৎসক সংগঠনকে মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের
Listen to this article



<p><strong>শৌভিক মজুমদার :</strong> ধর্না চালাতে চেয়ে আদালতের দ্বারস্থ চিকিৎসক সংগঠনকে মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের। ১২:৩০ টায় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের এজলাসে শুনানির সম্ভাবনা। সিজিও কমপ্লেক্স, নিজাম প্যালেস ও নবান্নেও আজ যাচ্ছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের প্রতিনিধিরা। ইতিমধ্য়েই, আজ দুপুর ৩টেয় সাক্ষাতের সময় চেয়ে CBI-এর তদন্তকারী অফিসার সীমা পহুজাকে ইমেল চিকিৎসকদের সংগঠনের। নবান্নে মুখ্যসচিবের সঙ্গে দেখা করতে চেয়েও চিঠি পাঠিয়েছেন চিকিৎসকরা। নিজাম প্য়ালেসে তদন্তকারী অফিসারদের সঙ্গে দেখা করার জন্য়ও ডাক্তারদের তরফে দেওয়া হয়েছে চিঠি।&nbsp;</p>



Source link