<p><strong>শৌভিক মজুমদার :</strong> ধর্না চালাতে চেয়ে আদালতের দ্বারস্থ চিকিৎসক সংগঠনকে মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের। ১২:৩০ টায় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের এজলাসে শুনানির সম্ভাবনা। সিজিও কমপ্লেক্স, নিজাম প্যালেস ও নবান্নেও আজ যাচ্ছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের প্রতিনিধিরা। ইতিমধ্য়েই, আজ দুপুর ৩টেয় সাক্ষাতের সময় চেয়ে CBI-এর তদন্তকারী অফিসার সীমা পহুজাকে ইমেল চিকিৎসকদের সংগঠনের। নবান্নে মুখ্যসচিবের সঙ্গে দেখা করতে চেয়েও চিঠি পাঠিয়েছেন চিকিৎসকরা। নিজাম প্য়ালেসে তদন্তকারী অফিসারদের সঙ্গে দেখা করার জন্য়ও ডাক্তারদের তরফে দেওয়া হয়েছে চিঠি। </p>
Source link
ধর্না চালাতে চেয়ে আদালতের দ্বারস্থ চিকিৎসক সংগঠনকে মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের
