NOW READING:
TMC MLA: ‘সীমা ছাড়াচ্ছেন’, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের উদ্দেশে হুঙ্কার TMC বিধায়কের
September 18, 2024

TMC MLA: ‘সীমা ছাড়াচ্ছেন’, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের উদ্দেশে হুঙ্কার TMC বিধায়কের

TMC MLA: ‘সীমা ছাড়াচ্ছেন’, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের উদ্দেশে হুঙ্কার TMC বিধায়কের
Listen to this article


চুঁচুড়া (হুগলি) : ফের জুনিয়র ডাক্তারদের হুঁশিয়ারি আরও এক শাসক বিধায়কের। ‘সীমা ছাড়াচ্ছেন ডাক্তাররা’, এই ভাষাতেই হুঙ্কার দিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, তৃণমূল সাংসদ সৌগত রায়, প্রাণিসম্পদ বিকাশমন্ত্রী স্বপন দেবনাথের পর এবার  তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। ফের তৃণমূলের নিশানায় আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামা আন্দোলনকারীরা। 

৪০দিনে পড়ল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি, ৯ দিনে ধর্না। এই পরিস্থিতিতে একের পর এক তৃণমূলের নেতা-মন্ত্রী আন্দোলনকারীদের নিশানা করেছেন। এদিন সরব হলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। অসিত মজুমদার বলেন, ‘মুখ্যমন্ত্রী যতটা করার ততটাই করছেন। নাটক ছাড়া আর কিছু নয় এখন। এখন যা হচ্ছে সবটাই নাটক। সমাজের প্রতি দায়বদ্ধতা থাকলে…মুখ্যমন্ত্রী তো প্রায় সবই মেনে নিয়েছেন। মমতাদি যত স্নেহ, ভালবাসা, মমত্ব দিয়ে এই আন্দোলনটাকে দেখছেন এর বেশি করা যায় না। অবশ্যই, সীমা তো ছাড়াচ্ছেন।’

 

আরও দেখুন



Source link