NOW READING:
‘সন্তানের মেধা থাকলে হয় না, বাবা-মাকে প্রভাবশালী হতে হয়’, মন্তব্য নির্যাতিতার বাবা-মার
January 20, 2025

‘সন্তানের মেধা থাকলে হয় না, বাবা-মাকে প্রভাবশালী হতে হয়’, মন্তব্য নির্যাতিতার বাবা-মার

‘সন্তানের মেধা থাকলে হয় না, বাবা-মাকে প্রভাবশালী হতে হয়’, মন্তব্য নির্যাতিতার বাবা-মার
Listen to this article



<p>RG Kar Update: ‘আমাদের ক্ষতি কেউ পূরণ করতে পারবে না। সমাজ আমাকে দেখিয়ে দিয়েছে শুধু সন্তানের মেধা থাকলেই হয় না, বাবা-মাকেও প্রভাবশালী হতে হয়। আমরা মনে করছি এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা’, জানালেন নির্যাতিতার বাবা-মার। ‘আর জি করের ঘটনা আমরা মনে করি একটা পৈশাচিক ঘটনা। মুখ্যমন্ত্রী তিনি প্রথম থেকেই ফাঁসি চেয়েছিলেন। কলকাতা পুলিশ ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছিল দোষীকে, পরবর্তী কালে সিবিআই তদন্ত হয়, এবং দোষটা প্রমাণিত হয়েছিল। কী শাস্তি দেওয়া হবে সম্পূর্ণভাবে বিচারকের সিদ্ধান্ত। এক্ষেত্রে বিচারক সঞ্জয় রায়কে আমৃত্যু যাবজ্জীবনের রায় দিয়েছেন ফাঁসির রায় দেননি। কয়েকদিন আগে এইধরনের ঘটনার ক্ষেত্রে বিচার হয়েছে এবং উপযুক্ত শাস্তিও হয়েছে’, বললেন কুণাল ঘোষ। ‘সিবিআই ফাঁসি দেওয়াতে পারল না সঞ্জয়কে, ছিঃ’। ‘রাজ্যে অন্য তিনটি ধর্ষণ-খুনের মামলায় রাজ্য ফাঁসির সাজা আদায় করতে পেরেছে’ । ‘একটা ভয়ঙ্কর সেনসিটিভ মামলায়, ফাঁসির মতো অনিবার্য সাজা দেওয়াতে পারল না সিবিআই’ । ‘আবারও প্রমাণ হল সিবিআই ব্যর্থ, ব্যর্থ, ব্য়র্থ…’ । সোশাল মিডিয়ায় পোস্ট দেবাংশু ভট্টাচার্যের।</p>



Source link