<p>ABP Ananda Live: আর জি কর মেডিক্যাল জুড়ে জুনিয়র চিকিৎসক সংগঠনের পোস্টার। পোস্টার নিয়ে প্রশ্ন তুলে আর জি কর মেডিক্যালের অধ্যক্ষের কাছে অভিযোগ তৃণমূল বিধায়ক শশী পাঁজার। ‘বিষ স্যালাইনের প্রসঙ্গ তুলে কেন হাসপাতালে পোস্টার?’ ‘মেদিনীপুর স্যালাইনকাণ্ডে ড্রাগ টেস্টে রিঙ্গার ল্যাকটেট পাস, তার পরেও কেন বিষ স্যালাইনের প্রশ্ন তুলে হাসপাতালে পোস্টার?’আর জি কর মেডিক্যালের অধ্যক্ষের কাছে অভিযোগ শশী পাঁজার। ‘অ্যান্টি র‍্যাগিং কমিটি থাকা সত্ত্বেও র‍্যাগিং নিয়ে প্রশ্ন তুলে কেন পোস্টার ?’ পোস্টার সরানোর আবেদন শশী পাঁজার। সরকারি হাসপাতালে এই ধরণের পোস্টারে বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষের মনে, অভিযোগ শশী পাঁজার। এখনও পর্যন্ত ব্ল্যাকলিস্টেড স্যালাইন, ওষুধগুলি সরকারি হাসপাতালে পাওয়া যাচ্ছে তো ? পাল্টা প্রশ্ন জুনিয়র চিকিৎসকদের। </p>
<p><strong>পিএম কিষাণের টাকা ঢুকবে এই দিন, ঘোষণা হল তারিখ, এভাবে দেখুন স্ট্যাটাস </strong></p>
<p> </p>
<p>প্রতীক্ষার দিন শেষ। ঘোষণা হয়ে গেল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM Kisan) প্রকল্পের ১৯তম কিস্তির তারিখ। অবশেষে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে এই টাকা পাবেন কৃষকরা৷ জেনে নিন, কবে টাকা ঢুকবে অ্যাকাউন্টে?</p>
<p> </p>
<h1 class="abp-article-title"> </h1>
Source link
আর জি কর মেডিক্যাল জুড়ে জুনিয়র চিকিৎসক সংগঠনের পোস্টার, সরানোর আবেদন শশী পাঁজার
