আরজি কর কাণ্ড নিয়ে ‘শর্ট ফিল্ম’, দলের রোষে পড়ে TMCP থেকে সাসপেন্ড রাজন্যা-প্রান্তিক

Estimated read time 1 min read
0 0
Listen to this article
Read Time:6 Minute, 1 Second


কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: শুক্রবার সারাদিন ধরেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। আর জি কর কাণ্ড (RG Kar News) নিয়ে তৈরি হচ্ছে শর্ট ফিল্ম (Short Film)! নাম ঘোষণা করে পোস্টার প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। তৃণমূলের পরিচিত মুখ রাজন্যা হালদারের অভিনয়ে প্রান্তিক চক্রবর্তীর পরিচালনায় ‘আগমনী’র ঘোষণা করা হয়। প্রতিবাদের শহরে এই পোস্টার দেখে কটাক্ষ, সমালোচনার ঝড় ওঠে। এদিনই সাসপেন্ড করা হয় তৃণমূলের রাজন্যা হালদার (Rajanya Halder) ও প্রান্তিক চক্রবর্তীকে (Prantik Chakraborty)। মহালয়ায় অর্থাৎ ২ অক্টোবর, এই শর্ট ফিল্ম মুক্তির কথা।  

আর জি কর কাণ্ড নিয়ে শর্ট ফিল্ম! সাসপেন্ড করা হল রাজন্যা-প্রান্তিককে

তিলোত্তমাদের গল্প নিয়ে ফিল্ম, দলের রোষে পড়লেন টিএমসিপির সহ-সভানেত্রী রাজন্যা হালদার। আর জি কর কাণ্ড নিয়ে শর্ট ফিল্ম তৈরির কারণে যাদবপুর-ডায়মন্ড হারবার TMCP-র সহ সভানেত্রী রাজন্যা হালদার ও তাঁর স্বামী TMCP-র রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তীকে সাসপেন্ড করল দল। প্রান্তিকের পরিচালনায় আর জি কর কাণ্ডের পটভূমিতে ‘আগমনী’ নামে শর্ট ফিল্ম তৈরি করা হয়েছে যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাজন্যা হালদার। মহালয়ায় শর্ট ফিল্ম মুক্তির আগেই সংগঠন থেকে সাসপেন্ড করা হল তাঁদের। দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড করা হচ্ছে বলে জানিয়ে দিলেন TMCP সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। ‘আশার কথা জানিয়ে ফিল্ম তৈরি করেছিলাম, কেন সাসপেন্ড, তা দলই বলতে পারবে’, সাসপেনশন নিয়ে এমনই প্রতিক্রিয়া প্রান্তিক চক্রবর্তীর। 

গোটা বিষয়ে এবিপি আনন্দকে রাজন্যা হালদার প্রতিক্রিয়া দেন, ‘পার্টি কেন সাসপেন্ড করেছে সেটা পার্টিই বলতে পারবে। তবে গল্পটা কী সেটা বলতে পারি। গল্পটা প্রত্যেক তিলোত্তমার এই সমাজের বুকে থাকা। এটি ক্ষমতায়নের গল্প বলবে যা নারী ও পুরুষের সত্যির জন্য হবে। মহিলাদের ট্রেনে বাসে ট্রামে বা সমাজের নানা স্তরে যে হেনস্থার শিকার হতে হয়, তারপরে কেউ তার সঙ্গে আপোস করে নেয়, কেউ বা ভোকাল হয়। আমাদের গল্পটা একেবারেই কণ্ঠ ছাড়ার গল্প। ইতিবাচক বার্তা দেওয়ার গল্প। প্রত্যেক নির্যাতিতার ভোকাল হওয়ার গল্প যাঁরা তিলোত্তমার থেকে এই শক্তিটা পাচ্ছে, মা দুর্গার থেকে এই শক্তিটা পাচ্ছে। পার্টির সাসপেন্ডের পরবর্তী ধাপ ২ তারিখ যে শর্টফিল্মটা আসছে সেটাই উত্তর দেবে। এর আগেও আমরা দলের হয়ে নানা সময় মঞ্চে দাঁড়িয়ে যে কথা বলেছি, আজও সেই কথাই বলছি, দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। মহালয়ার দিনে ২ অক্টোবর মুক্তি পাচ্ছে এই ছবি। পোস্টার দেখে তো বিচার করা যায় না। অনেক মানুষই এর গল্প, এর বিষয়বস্তু জানে না। আদৌ এতে কতটা নেতিবাচকতা আছে বা ইতিবাচকতা আছে জানে না। আমার মনে হয় এরপর আরও বেশি করে এটি সকলের সামনে নিয়ে আসা উচিত এবং সকলের জানা উচিত আসল বিষয়টা কী।’

‘আগমনী’র পোস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ট্রোল ও কটাক্ষের বন্যা বয়ে যায়। এমনকী সোশ্যাল মিডিয়া পোস্টে নাম না করে তীব্র আক্রমণ করেন কুণাল ঘোষও। তিনি লেখেন, ‘আরজিকর প্রসঙ্গ উল্লেখ করে একটি শর্টফিল্মের খবর এসেছে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। আমরা তিলোত্তমার ঘটনার ন্যায়বিচার চাই। এই স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার চেষ্টার আমরা বিরোধী। যে কোনও ব্যক্তির স্বাধীনতা আছে সৃষ্টিতে। কিন্তু তদন্তাধীন এই মর্মান্তিক ঘটনাকে দলের সঙ্গে জড়িত কেউ যদি ছবির প্রচারে ব্যবহার করে, দল তার দায়িত্ব নেবে না। দল এবিষয়ে কোনও অনুমতি দেয়নি, দল জানত না। যে বা যারা এর সঙ্গে জড়িত, খতিয়ে দেখে, কড়া ব্যবস্থা নেওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বকে বলা হয়েছে।’

আরও পড়ুন: Anubrata Mondal: ‘আর্থিক কন্ডিশন সেরকম নয়’, পুজোয় এবার খাওয়ানোয় ‘না’ অনুব্রতর; ‘ব্লাড রিলেশনে সম্পর্ক রাখতে চাইছি না…’

RG Kar News: আরজি কর কাণ্ড নিয়ে 'শর্ট ফিল্ম', দলের রোষে পড়ে TMCP থেকে সাসপেন্ড রাজন্যা-প্রান্তিক

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন



Source link

About Post Author

JagoronBarta

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *