আরজি কর কাণ্ডে আন্দোলকারীদের ওপর পাল্টা চাপের কৌশল তৃণমূলের ?
<p>ABP Ananda Live: জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে বিভিন্ন জায়গায় রোগী ভোগান্তির অভিযোগ উঠছে। যদিও আন্দোলনকারীদের বক্তব্য়, তাঁদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এই পরিস্থিতিতে, আন্দোলনকারীদের ওপর পাল্টা চাপ তৈরি করতে, কোথাও হাসপাতালের সামনে জমায়েত করল তৃণমূল। আরজি কর মেডিক্যালের সামনে জমায়েত করে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করার দাবি জানান তৃণমূল বিধায়ক এবং কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ।</p>
<p>আরও খবর, পদত্যাগের চারঘণ্টার মধ্যে কী করে নতুন দায়িত্ব দেওয়া হল সন্দীপ ঘোষকে। তিনি কতটা প্রভাবশালী? আপনারা তাঁকে এভাবে পুরষ্কৃত করতে পারেন না। রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বললেন প্রধান বিচারপতি। কেন তাঁকে তদন্তের আওতায় আনা হচ্ছে না, এই প্রশ্নও তুলল আদালত। এই পরিস্থিতিতে হাইকোর্টের চাপে ছুটিতে যেতে বাধ্য় হন আরজি কর মেডিক্য়াল কলেজের সদ্য় প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ। ডিভিশন বেঞ্চ এদিন আরও মন্তব্য করে — "দেহ কি রাস্তায় পড়ে ছিল? সুপার বা অধ্যক্ষ অভিযোগ করেননি কেন? আর কিছু বলতে হবে না, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে এসেছে।" রাজ্য সরকারের নির্দেশ খারিজ করে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিতে পারবেন না সন্দীপ ঘোষ।</p>
Source link