কলকাতা: আরজি কর কাণ্ডের (RG Kar News) প্রতিবাদ করে প্রায় রোজই বিচার চেয়ে মহানগরীতে প্রতিবাদের মহামিছিল চলছে। নাগরিক সমাজের পাশাপাশি, মিছিলে পা মেলালেন তারকারা। ছিলেন অপর্ণা সেন (Aparna Sen), স্বস্তিকা মুখোপাধ্য়ায় (Swastika Mukherjee), বাদশা মৈত্র, সাহেব চট্টোপাধ্য়ায়রা। অন্য়দিকে, গোলপার্ক থেকে কালো পোশাকে, মৌন মিছিল করেন রামকৃষ্ণ মিশনের প্রাক্তন পড়ুয়ারা। এছাড়াও দিকে দিকে নানা সংগঠনের প্রতিবাদ মিছিল তো থাকছেই। সকলের একটাই দাবি, ‘জাস্টিস ফর আরজি কর’। আর এই প্রতিবাদী বাংলাকে দেখে গর্বিত অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।
‘এই বাংলাই দেখতে চেয়েছিলাম’, বললেন মিঠুন চক্রবর্তী
‘এই বাংলাই দেখতে চেয়েছিলাম। এই আন্দোলনে রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই যেন একসঙ্গে থাকি’, মন্তব্য মিঠুন চক্রবর্তীর। প্রতিবাদে মুখর গোটা রাজ্য। বৃদ্ধা থেকে শিশু, সাধারণ মানুষ থেকে সমাজের নানা ক্ষেত্রের বিশিষ্টরা পা মিলিয়েছেন প্রতিবাদ মিছিলে, গলা মিলিয়েছেন স্লোগানে। যা দেখে প্রশংসা করলেন মিঠুন চক্রবর্তী। ‘প্রজাপতি’ অভিনেতা বলেন, ‘এই বাংলাই দেখতে চেয়েছিলাম। এখন দেখতে পাচ্ছি, খুব আনন্দ লাগছে। আমরা যেন এই আন্দোলনে সবাই একসঙ্গে থাকি। আর আমি এটা বলছি মানেই বিজেপি বলছে না, আমি মিঠুন চক্রবর্তী হিসেবে বলছি। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে এই আন্দোলনে যেন আমরা সবাই একসঙ্গে থাকি।’
অন্যদিকে ইডির তলবে সিজিও কমপ্লেক্সে আখতার আলি। আরজি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতির মামলায় FIR-এর পর প্রথম কারও বয়ান রেকর্ড। ফের CBI-জিজ্ঞাসাবাদের মুখোমুখি সন্দীপ ঘোষ। আরজি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্যক্ষকে আজও CGO কমপ্লেক্সের অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ। এদিন সকাল ১০.৪০ নাগাদ CGO কমপ্লেক্সে পৌঁছন সন্দীপ ঘোষ। CGO কমপ্লেক্সে সন্দীপ ঘোষকে CBI-জিজ্ঞাসাবাদের আজ ১৫তম দিন। ইতিমধ্যেই ১৪৫ ঘণ্টার বেশি সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। আরজি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্যক্ষের পলিগ্রাফ টেস্টও হয়েছে। আরজি কর মেডিক্যালে পার্কিংয়ের দায়িত্বে থাকা দু’জনকে আজ তলব করেছে সিবিআই।
আরও পড়ুন: RG Kar Case: ফের CBI-জিজ্ঞাসাবাদের মুখোমুখি সন্দীপ ঘোষ, আজ ১৫তম দিনে কী অপেক্ষা করছে ?
আরজি কর কাণ্ডের বিরুদ্ধে রাজপথে প্রতিবাদের ঢেউ ওঠে। ফের রাত দখলে নাগরিক সমাজ। রবিবার রাতে ধর্মতলায় ধর্নায় সামিল হলেন স্বস্তিকা, সোহিনী, দেবলীনারা। গানে-স্লোগানে প্রতিবাদ চলল সোমবার ভোর পর্যন্ত।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন