NOW READING:
আর জি-কর কাণ্ডের প্রতিবাদে অনুষ্ঠান স্থগিত করলেন লোপামুদ্রা মিত্র
September 7, 2024

আর জি-কর কাণ্ডের প্রতিবাদে অনুষ্ঠান স্থগিত করলেন লোপামুদ্রা মিত্র

আর জি-কর কাণ্ডের প্রতিবাদে অনুষ্ঠান স্থগিত করলেন লোপামুদ্রা মিত্র
Listen to this article


RG kar News: শ্রেয়া ঘোষালের পর এবার লোপামুদ্রা মিত্র, আর জি-কর কাণ্ডের প্রতিবাদে অনুষ্ঠান স্থগিত করলেন আরও এক সঙ্গীতশিল্পী। সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্র ও যন্ত্রশিল্পী জয় সরকারের যৌথ পরিবেশনায় ১৩ সেপ্টেম্বর, শুক্রবার, সন্ধে সাড়ে ৬টা থেকে বিড়লা সভাঘরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই অনুষ্ঠান। আর জি কর-কাণ্ডের আবহে অনুষ্ঠান আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন লোপামুদ্রা। সব মিলিয়ে চরম অস্বস্তিতে রাজ্য সরকার। 

 

আরও খবর, 

আর জি কর কাণ্ডের প্রতিবাদে একাধিক জায়গায় বিজেপির পথ অবরোধ। হাওড়া জেলা হাসপাতালে নাবালিকার যৌন নির্যাতন এবং আরজি কর কাণ্ডের প্রতিবাদে হাওড়ায় স্বাস্থ্য দফতর অভিযান। ডিওয়াইএফআই-এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে হাওড়ায় স্বাস্থ্য দফতর অভিযান ঘিরে ধুন্ধুমার। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত রয়েছেন সিপিএম নেত্রী দীপ্সিতা ধর। ডেপুটেশন জমার কর্মসূচিতে পুলিশি-বাধার অভিযোগ তুলে ক্ষোভ জানিয়েছেন তিনি। দীপ্সিতা ধরের অভিযোগ, ‘আমাদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল। ডেপুটেশন দিতে যাওয়ার কথা ছিল। হাঙ্গামা হওয়ার কথা নেই। আমাদের কাছে অস্ত্র নেই। যেদিন সুপারকে ঘেরাও করেছিলাম। এই শর্তেই ঘেরাও তুলেছিলাম যে সিএমওএইচ-এর কাছে ডেপুটেশন দেব। পুরো রাস্তাটা কর্ডন করে রেখেছে। একটা ডেপুটেশনে কেন এত ভয়? ১৩ বছরের একটা মেয়েকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। মেয়েটা সাহস না দেখালে ওর অবস্থা তিলোত্তমার মতো হতো না এই গ্য়ারান্টি কেউ দিতে পারে না… পুলিশ-প্রশাসনের কোনও অনূভূতি নেই…পুলিশ-প্রশাসন আরও বেশি অমানুষ হয়ে যাচ্ছে।’ তাঁর অভিযোগ, এক্ষেত্রেও সরকারি হাসপাতালের ভিতরে এক নাবালিকার উপর যৌন নির্যাতন হয়েছে। কিন্ত এমন গুরুতর ঘটনায় ডেপুটেশন জমা দিতেও পুলিশ কেন বাধা দিচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।



Source link