RG Kar Update: আর জি কর মামলায় আজ রায়দান করেছেন বিচারক অনির্বাণ দাস। দোষী সাব্যস্ত সঞ্জয় দাসকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। আর এই রায়ে খুশি নন প্রায় কেউই। বিচারক বলেছেন, এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়। এখানেই প্রশ্ন তুলেছেন জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা। এই ঘটনা যদি বিরলের মধ্যে বিরলতম না হয়, তাহলে কোন ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলা যায়? সেই সঙ্গে উঠছে আরও একটি প্রশ্ন। এই নৃশংস ঘটনার সঙ্গে বাকি যারা যুক্ত তাদের কী হবে? সঞ্জয় রায়কে সামনে রেখে বাকিদের আড়াল করার চেষ্টা কেন?
আমরা মনে করি এটি একটি বিরলতম ঘটনা। একজন পড়ুয়া চিকিৎসককে যেভাবে খুন করা হয়েছে, কর্মরত চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে, এটা যদি বিরলতম ঘটনা না হয়, তাহলে কোনটা। আমাদের বিশ্বাস টলে যাচ্ছে। হাসপাতালে শুধু নার্স, ডাক্তাররা থাকেন না। অনেক মহিলা রোগী থাকেন। তাঁদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। আদালত যা রায় দিয়েছে আমরা মাথা পেতে নিলাম। কিন্তু লড়াই, প্রতিবাদে আরও বেশি করে সোচ্চার হতে হবে। তদন্তকারী সংস্থার দায়িত্ব পুরো তদন্ত করা, যারা এই কাজে যুক্ত তাদের সকলকে খুঁজে বের করা।