NOW READING:
RG কর-কাণ্ডে প্রতিবাদের মুখ সুবর্ণ গোস্বামীকে দার্জিলিঙে বদলি, কী বলছেন অভয়ার বাবা
March 20, 2025

RG কর-কাণ্ডে প্রতিবাদের মুখ সুবর্ণ গোস্বামীকে দার্জিলিঙে বদলি, কী বলছেন অভয়ার বাবা

RG কর-কাণ্ডে প্রতিবাদের মুখ সুবর্ণ গোস্বামীকে দার্জিলিঙে বদলি, কী বলছেন অভয়ার বাবা
Listen to this article


ABP Ananda LIVE: আরজি কর-কাণ্ডে প্রতিবাদের অন্যতম মুখ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে দার্জিলিঙে বদলি । প্রতিবাদে স্বাস্থ্যভবন অভিযান জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ও অভয়ামঞ্চের । স্বাস্থ্যভবনে স্বাস্থ্যসচিবকে ডেপুটেশন দিতে যেতে বাধা পুলিশের । দার্জিলিঙের টিবি হাসপাতালের সুপার পদে চিকিৎসককে বদলি । বর্ধমানে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে ডেপুটি CMOH টু পদে কর্মরত ছিলেন সুবর্ণ গোস্বামী । আরজিকর হাসপাতালে চিকিৎসক খুনের প্রতিবাদে পরিচিত মুখ ছিলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী । শাসকের চোখে চোখ রেখে, শিরদাঁড়া ঋজু রেখে লড়াই চলবে, প্রতিক্রিয়া চিকিৎসকের । রুটিন বদলি, প্রতিক্রিয়া স্বাস্থ্য দফতরের। 

 

উত্তর কলকাতায় তৃণমূলে কোন্দল আরও প্রকট, এবার মুখ খুললেন বিবেক গুপ্ত

 

উত্তর কলকাতায় তৃণমূলে কোন্দল আরও প্রকট, এবার মুখ খুললেন বিবেক গুপ্ত। দলের একাংশের বিরুদ্ধেই বিস্ফোরক জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক। ‘পার্টির মধ্যে সমান্তরাল ব্যবস্থা চালুর চেষ্টা, কেউ কেউ বিধায়ক হতে চাইছেন। কাউন্সিলররা জিতে যাচ্ছেন, আর বিধায়ক-সাংসদরা হারছেন! আমি বিধায়ক হয়েছিলাম বলে সঞ্জয় বক্সীর পরিবারের খারাপ লেগেছিল’, হঠাৎ করে তাপস রায়ের মুখে কেন সঞ্জয় বক্সীর গুণগান? প্রশ্ন বিবেক গুপ্তর।



Source link