NOW READING:
কলকাতা হাইকোর্টে আর জি কর মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত
January 27, 2025

কলকাতা হাইকোর্টে আর জি কর মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত

কলকাতা হাইকোর্টে আর জি কর মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত
Listen to this article


ABP Ananda LIVE: কলকাতা হাইকোর্টে আরজি কর মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত । মামলা গ্রহণ করা হবে কিনা সেই অংশ নিয়ে শুনানি শেষ ।রাজ্য এবং সিবিআইএর দায়ের করার মামলার শুনানি শেষ । উদাহরণ দেখিয়ে শাস্তি বাড়ানোর পক্ষে সওয়াল রাজ্যের । দুটি মামলার বিষয়বস্তু তো একই’ । দুটি মামলাই সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়ে দায়ের হয়েছে’ । সেক্ষেত্রে দুটি মামলা কি গ্রহণ করা সম্ভব ? রাজ্যকে প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের । ‘এরপর প্যারোল হোক বা শাস্তির মেয়াদ কমানোর বিষয় বিবেচনা করা হোক, সেটা তো রাজ্যকেই করতে হবে’ । ফলে এই মামলা করার অধিকার তাদের আছে. সওয়াল রাজ্যের । আপনি কি চাইছেন সিবিআইয়ের মামলা যেন গ্রহণ না করা হয় ? রাজ্যকে প্রশ্ন বিচারপতি বসাকের । ‘রাজ্য বিচারপ্রক্রিয়ায় ছিল না, তারা আবেদনও করেনি’ । হঠাৎ করে এখন তারা কেন উৎসাহী হয়ে পড়েছে, বলতে পারব না, সওয়াল CBI-এর । রাজ্য এই মামলা করতে পারে না, সওয়াল CBI-এর । তাঁরা ফাঁসির সাজা চাইছেন না, সওয়াল পরিবারের আইনজীবীর। 



Source link