# Tags
#Blog

কলকাতা হাইকোর্টে আর জি কর মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত

কলকাতা হাইকোর্টে আর জি কর মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত
Listen to this article


ABP Ananda LIVE: কলকাতা হাইকোর্টে আরজি কর মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত । মামলা গ্রহণ করা হবে কিনা সেই অংশ নিয়ে শুনানি শেষ ।রাজ্য এবং সিবিআইএর দায়ের করার মামলার শুনানি শেষ । উদাহরণ দেখিয়ে শাস্তি বাড়ানোর পক্ষে সওয়াল রাজ্যের । দুটি মামলার বিষয়বস্তু তো একই’ । দুটি মামলাই সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়ে দায়ের হয়েছে’ । সেক্ষেত্রে দুটি মামলা কি গ্রহণ করা সম্ভব ? রাজ্যকে প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের । ‘এরপর প্যারোল হোক বা শাস্তির মেয়াদ কমানোর বিষয় বিবেচনা করা হোক, সেটা তো রাজ্যকেই করতে হবে’ । ফলে এই মামলা করার অধিকার তাদের আছে. সওয়াল রাজ্যের । আপনি কি চাইছেন সিবিআইয়ের মামলা যেন গ্রহণ না করা হয় ? রাজ্যকে প্রশ্ন বিচারপতি বসাকের । ‘রাজ্য বিচারপ্রক্রিয়ায় ছিল না, তারা আবেদনও করেনি’ । হঠাৎ করে এখন তারা কেন উৎসাহী হয়ে পড়েছে, বলতে পারব না, সওয়াল CBI-এর । রাজ্য এই মামলা করতে পারে না, সওয়াল CBI-এর । তাঁরা ফাঁসির সাজা চাইছেন না, সওয়াল পরিবারের আইনজীবীর। 



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal