NOW READING:
আর জি কর কাণ্ডের আবহে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অন্দর থেকে ভুরি ভুরি অভিযোগ
August 31, 2024

আর জি কর কাণ্ডের আবহে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অন্দর থেকে ভুরি ভুরি অভিযোগ

আর জি কর কাণ্ডের আবহে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অন্দর থেকে ভুরি ভুরি অভিযোগ
Listen to this article


Kolkata News: আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ফের পথে নাগরিক সমাজ। উত্তর থেকে দক্ষিণ, প্রতিবাদে মুখর কলকাতা। এইট বি থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল করলেন যাদবপুর এলাকার বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা। অন্যদিকে কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে পা মেলালেন উত্তর ও মধ্য কলকাতার বিভিন্ন স্কুল-কলেজের প্রাক্তনীরা। বেলা ১.৪১ মিনিটে ব্যাঙ্কশাল কোর্ট থেকে মুক্ত হলেন সায়ন লাহিড়ি। পশ্চিমবঙ্গ ‘ছাত্র সমাজে’র আহ্বায়ক সায়ন লাহিড়িকে গতকাল মুক্তির নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। দুপুর দুটোর মধ্যে মুক্তির নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। গতকাল এই মামলার শুনানিকে রাজ্য সরকারকে একাধিক প্রশ্নবাণে বিদ্ধ করে কলকাতা হাইকোর্ট। ‘সায়ন লাহিড়ি কতটা প্রভাবশালী? তার কি অপরাধের কোনও পূর্ব ইতিহাস আছে?’ ‘সন্দীপ ঘোষ তো আর জি করের নেতা ছিলেন। তাঁকে কি হেফাজতে নিয়েছিলেন? ‘উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ আনছেন। রাজনীতিকদের বিরুদ্ধে কী পদক্ষেপ নিয়েছেন?’ ‘যারা আসলে দোষী বা দোষ করার মতো জায়গায় আছেন, তাদের কতজনকে গ্রেফতার করা হয়েছে?’  রাজ্য সরকারকে এই সব প্রশ্ন করেছিল কলকাতা হাইকোর্ট। ABP Ananda Live



Source link