# Tags
#Blog

‘মোটামুটি ঘাড়ধাক্কা দেওয়া হল, বেরিয়ে যান, না হলে বের করে দেওয়া হবে’

‘মোটামুটি ঘাড়ধাক্কা দেওয়া হল, বেরিয়ে যান, না হলে বের করে দেওয়া হবে’
Listen to this article


কলকাতা : “তখন হঠাৎ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এসে বললেন, অনেক দেরি হয়ে গিয়েছে। আর সম্ভব নয়। আমরা দুই-তিন ঘণ্টা অপেক্ষা করেছি। আমরা আর আলোচনায় বসতে রাজি নই। আমাদের ৫ দফা দাবি যাতে আদায় করতে পারি, যাতে অচলাবস্থা কাটতে পারে…যাতে গোটা রাজ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে যে অচলাবস্থা তৈরি হয়েছে তা যাতে মেটাতে পারি…তার জন্য আমরা লাইভ স্ট্রিমিং, ভিডিও রেকর্ডিং সব ত্যাগ করলাম। তারপরেও আমাদের বলা হল, আর আলোচনা সম্ভব নয়। হয়, আপনারা বেরিয়ে যান। নইলে আপনাদের বাস ডেকে আপনাদের বের করে দেওয়া হবে। তারপর নিজেরা গাড়ি করে বেরিয়ে গেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীরা। তার মানে দাঁড়াল, আমরা বাইরে বৃষ্টিতে ভিজছি…সহযোদ্ধারা ভিজছেন…আর ওঁরা বললেন আমরা ৩ ঘণ্টা অপেক্ষা করছি। অথচ, আমরা ৩৫ দিন বিচারের অপেক্ষা করছি। আমরা বৃষ্টিতে ভিজে চারদিন ধরে স্বাস্থ্যভবনের সামনে অপেক্ষা করছি। আমরা আমাদের সমস্ত শর্ত ছেড়ে দিলাম। তারপরে যখন আজ বলতে গেলাম…তখন আমাদের মোটামুটি ঘাড় ধাক্কা দেওয়া হল। যে না আলোচনা আর সম্ভব নয়। তার মানে কি প্রথম থেকে এটাই উদ্দেশ্য ছিল।” শর্ত ছাড়ার পরেও বৈঠক ভেস্তে যাওয়ায় ঠিক এই ভাষাতেই নিজেদের ক্ষোভ উগরে দিলেন জুনিয়র চিকিৎসকরা।

কাটল না জটিলতা। নবান্নের পুনরাবৃত্তি কালীঘাটে, ভেস্তে গেল মুখ্যমন্ত্রী-আন্দোলনকারী বৈঠক। দীর্ঘ টানাপোড়ন শেষে নিজেদের দাবিদাওয়া থেকে সরে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে যান তাঁরা। তার আগে অবশ্য মুখ্য়মন্ত্রী দীর্ঘক্ষণ তাঁদের বৈঠকে যোগ দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। জুনিয়র ডাক্তাররা তাঁর অনুরোধের প্রেক্ষিতে নিজেদের মধ্যে আলোচনা করে ভিডিওগ্রাফি ছাড়াই শর্তে রাজি হয়ে বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন বলে দাবি। কিন্তু, তখন স্বাস্থ্য প্রতিমন্ত্রী আর বৈঠকে বসতে রাজি নন বলে জানিয়ে দেন, এমনই দাবি করছেন জুনিয়র চিকিৎসকদের তরফে প্রতিনিধি।

তিনি আরও বলেন, “আমরা প্রথম থেকে স্বচ্ছতা রাখতে চেয়েছিলাম। কিন্তু যখন মুখ্যমন্ত্রী নিজে এসে বললেন, আমরা তাঁর উপর আস্থা রাখতে চাইলাম। তিনি য়খন অনুরোধ করলেন, আমরা ভাবলাম যদি এভাবে প্রত্যাখ্যান করি তাহলে তাঁকে অসম্মান করা হচ্ছে। আমরা কেবলমাত্র, শুধু মিনিটস নেওয়া হবে। তাতে দুপক্ষের সই থাকবে, এটুকু স্বচ্ছতার দাবি মেনেই আমরা আলোচনা করতে গিয়েছিলাম।”

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal