NOW READING:
RG কর-কাণ্ডের ৩ মাস পার। বিচারের দাবিতে আজ ফের পথে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট
November 9, 2024

RG কর-কাণ্ডের ৩ মাস পার। বিচারের দাবিতে আজ ফের পথে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট

RG কর-কাণ্ডের ৩ মাস পার। বিচারের দাবিতে আজ ফের পথে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট
Listen to this article


RG Kar News: আর জি কর-কাণ্ডের ৩ মাস পার। বিচারের দাবিতে আজ ফের পথে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মিছিল। জনতার চার্জশিট কর্মসূচি অভয়া মঞ্চের।  কাটোয়ায় আবাসে একই নাম ৫ জায়গায়! সমীক্ষায় খোঁজই মিলল না উপভোক্তার। দুর্নীতির অভিযোগ বিজেপির। সরকারি কর্মীদের ঘাড়ে দায় চাপাল তৃণমূল। মানতে নারাজ বিডিও। পাঁশকুড়ার বসন্তবাড় সমবায় সমিতির ভোটে জয় তৃণমূলের। বিজেপির ভোটার স্লিপ কাড়ার অভিযোগে তুলকালাম। দুই দলের সমর্থকদের হাতাহাতি-সংঘর্ষ। ষ্টর প্রত্যাবর্তনেও বীরভূমে কাজল-সহ কোর কমিটিতেই আস্থা অভিষেকের। মমতার নির্দেশে অনুব্রতর উপস্থিতিতেই দলীয় কার্যালয়ে ১৬ নভেম্বর বৈঠক।  রেশন ডিলারের দোতলা পাকা বাড়ি, তাও আবাস প্রকল্পে নাম! বঞ্চনা-ক্ষোভের মধ্যেই কাঁকসার ঘটনায় তোলপাড়। এজন্যেই সমীক্ষা, আশ্বাস পঞ্চায়েতমন্ত্রীর। ঝাড়গ্রামে চিকিৎসকের মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য। শরীরে কিছু ঢোকানোর জেরে মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু। উল্লেখ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। ABP Ananda Live  



Source link