NOW READING:
ভবানীপুর থেকে পার্ক স্ট্রিট, যাদবপুর, আর জি করের ঘটনার প্রতিবাদে মিছিল
March 9, 2025

ভবানীপুর থেকে পার্ক স্ট্রিট, যাদবপুর, আর জি করের ঘটনার প্রতিবাদে মিছিল

ভবানীপুর থেকে পার্ক স্ট্রিট, যাদবপুর, আর জি করের ঘটনার প্রতিবাদে মিছিল
Listen to this article



<p>ABP Ananda Live: আর জি কর মেডিক্যাল থেকে যাদবপুরকাণ্ড-ফের পথে নেমে প্রতিবাদ । অভয়া ধর্ষণ-খুনের ৭ মাস, যাদবপুরে মন্ত্রীর গাড়িতে পিষ্ট ছাত্র । হাজরা থেকে রবীন্দ্র সদন পর্যন্ত নাগরিক মঞ্চের মিছিল । ধর্মতলা থেকে আরেকটি মিছিল আসবে রবীন্দ্র সদনে।&nbsp;</p>
<p><strong>বেলঘরিয়ায় INTTUC নেতাকে হামলার পিছনে ঠিক কী ? কান্নায় ভেঙে পড়েছেন আহতের মা&nbsp;</strong></p>
<p>ভরসন্ধেয় বেলঘরিয়ার উত্তর বাসুদেবপুরের জনবহুল এলাকায় শ্যুটআউট। গুলিবিদ্ধ আগরপাড়ার টেক্সম্যাকো কারখানার INTTUC-র সম্পাদক বিকাশ সিং-সহ ২ জন। বিকাশের পেটে গুলি লাগে। তাঁকে RG কর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।পানিহাটি থেকে ডাক্তার দেখাতে এসে গুলিবিদ্ধ হন সন্তু দাস নামে এক যুবক। তাঁর হাতে গুলি লেগেছে। ওই যুবক সাগর দত্ত মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাড়ি থেকে ১০০ মিটার দূরে চায়ের দোকানে দাঁড়িয়েছিলেন তৃণমূল নেতা বিকাশ সিং।</p>



Source link